পাহাড়ের মাটি কেটে পাচারকালে ছয়টি ডাম্পার জব্দ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-১৯ ১৮:৫৯:২৭

পাহাড়ের মাটি কেটে পাচারকালে ছয়টি ডাম্পার জব্দ

মোহাম্মদ ইসহাক হোসাইন : টেকনাফে অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে পাচারকালে অভিযান চালিয়ে মাটি ভর্তি ৬টি ডাম্পার জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১৯ ফেব্রুয়ারি বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল মনসুর ও রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে হ্নীলা আশ্রয়ণ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কেটে পাচারের সময় ৬টি ডাম্পার জব্দ করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কক্সবাজার কন্ঠকে বলেন, সরকারী সম্পদ রক্ষা এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সোচ্চার রয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ