পাহাড়ে ঝুঁকিতে থাকা ৮০০ মানুষ আশ্রয় কেন্দ্রে - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১০ ২০:৪৫:৪৭

পাহাড়ে ঝুঁকিতে থাকা ৮০০ মানুষ আশ্রয় কেন্দ্রে

কক্সবাজার: বল বর্ষণ অব্যাহত থাকায় কক্সবাজারের টেকনাফে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ৮০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এসব মানুষদের আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।বিষয়টি  জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান। তিনি বলেন, ‘ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ে ঝুকিপূর্ণ বসতিদের সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে রাতে উপজেলা পরিষদ সংলগ্ন মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০০ মানুষকে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে নারী ও শিশু সংখ্যা বেশি।’তিনি আরও বলেন, ‘রাতের বেলায় তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয়েছে। এছাড়া সবার মাঝে বিস্কুট ও কম্বল বিতরণ করা হয়েছে। সকালেও তাদেরকে খিচুড়ি খাওয়ানো হবে।’পাহাড়ে ঝুকিপূর্ণ সকলকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরো সংবাদ