পিতৃহীন ছাত্রীর পাশে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-০৪ ২০:২১:৫৯

পিতৃহীন ছাত্রীর পাশে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা

নিউজ ডেস্ক:  পিতৃহীন এক দরিদ্র ছাত্রীর লেখাপড়া অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়েছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা। মঙ্গলবার দুপুরে যমুনা দাস নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে বই, খাতাসহ বিভিন্ন সামগ্রী দেয়ার পাশাপাশি তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থী যমুনা দাস উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর জেলে পাড়ার মৃত বচন দাসের মেয়ে। যমুনা স্থানীয় কুমিরা আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। দরিদ্র পরিবারের মেধাবী এ সন্তান বর্তমানে নানা সংকটে রয়েছে। পিতার মৃত্যুর পর আর্থিক অনটনে লেখাপড়া বন্ধের উপক্রম। এ অবস্থায় কয়েকজন শিক্ষার্থী পুলিশ কর্মকর্তা শম্পা রানী সাহাকে ঘটনা জানান। মঙ্গলবার ছাত্রীর স্কুলে গিয়ে শম্পা রানী প্রয়োজনীয় বই, খাতাসহ শিক্ষা সরঞ্জাম প্রদান করেন। এসএসসি পরীক্ষা শেষ করা পর্যন্ত প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এডিশনাল এসপি শম্পা রানী এর আগেও সীতাকুণ্ডের বেশকিছু দরিদ্র শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন শিক্ষা সহায়তা নিয়ে। পুলিশ কর্মকর্তার এ ধরনের উদ্যোগ প্রশংসা পাচ্ছে সর্বমহলে।

আরো সংবাদ