প্রকাশ হচ্ছে ১১ হাজার রাজাকারের নাম, তালিকায় কারা? - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-১৪ ২০:২৯:৪৪

প্রকাশ হচ্ছে ১১ হাজার রাজাকারের নাম, তালিকায় কারা?

নিউজ ডেস্ক: আসন্ন বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) আগে আগামী কাল রোববার ১১ হাজার রাজাকারের তালিকা প্রকাশ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 

শনিবার (১৪ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুল্লাহ হিল মারুফ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের তালিকা মহান বিজয় দিবসের একদিন আগে প্রকাশের এ উদ্যোগ নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হবে।[the_ad id=”36442″]

তালিকায় কারা থাকবে?
যে ১১ হাজার রাজাকারের নাম প্রকাশ হবে তাদের কারও নাম সম্প্রতি যুক্ত করা নয়। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অতীতে সংগৃহীত তালিকায় যাদের নাম রয়েছে। এদের মধ্যে রয়েছে’
১. একাত্তরের রাজাকার বাহিনীর সদস্য হিসেবে যারা ভাতা নিয়েছে।
২. যাদের নামে অস্ত্র এসেছে।
৩. অস্ত্র আসা ব্যক্তিদের নাম-পরিচয়, ভূমিকাসহ যেসব তথ্য স্থানীয় প্রশাসন ও পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে ছিল।
৪. যারা রাজাকার হিসেবে পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছে।

এসব তথ্য ধরে করা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে অন্য ঘাতক বাহিনীর সদস্যদের তালিকাও প্রকাশ করা হবে বলে মন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি নতুন কোনো তালিকা নয়।[the_ad_placement id=”after-image”]

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজাকারদের তালিকা আগে থেকেই রয়েছে। রাজাকার হিসেবে যারা যারা ভাতা নিয়েছে, রাজাকার হিসেবে যাদের নামে অস্ত্র এসেছে, স্থানীয় প্রশাসনের কাছেও অনেক নাম রয়েছে, যারা রাজাকার হিসেবে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে-সেসব নাম জোগাড় করেই এই তালিকা আগে থেকেই ছিল। সেই তালিকা ধরেই প্রথম পর্ব প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে রাজাকারদের আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ