`প্রধানমন্ত্রীর সফরে ভারতের স্বার্থ প্রাধান্য পেয়েছে' - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৭ ০১:২৯:৩০

`প্রধানমন্ত্রীর সফরে ভারতের স্বার্থ প্রাধান্য পেয়েছে’

প্রধানমন্ত্রীর ভারত সফরে সে দেশের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রোববার দলটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘সম্পাদিত সাত দফা চুক্তি ও সমঝোতা স্মারক এবং ৫৩ দফা যৌথ ঘোষণার মাধ্যমে ভারতের স্বার্থকেই প্রাধান্য দেয়া হয়েছে এবং বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। ’[the_ad_placement id=”after-image”]

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘‘বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত’’। যদিও এ বক্তব্যের তাৎপর্য গতকাল বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে সম্পাদিত ৭ দফা চুক্তি ও সমঝোতা স্মারক এবং ৫৩ দফা যৌথ ঘোষণার যতটুকু পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে তা থেকে বোঝা কঠিন। কারণ, তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, টিপাইমুখে বাঁধ, আন্তঃনদী সংযোগ প্রকল্প, বাণিজ্য ঘাটতি নিরসন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধসহ অমীমাংসিত নানা ইস্যুতে কোন চুক্তি বা ঘোষণা এই সফরকালে সম্পাদিত হয়নি।’

[the_ad_placement id=”new”]‘তিস্তার পানি না পেলেও উল্টো ফেনী নদীর পানি ভারতকে দেয়া, বাংলাদেশের সমুদ্রসীমায় ভারতকে নজরদারি করার অনুমতি দেয়া, যৌথ ঘোষণায় রোহিঙ্গা শব্দ বাদ দেয়া, এনআরসি প্রসঙ্গ না থাকা, ভারতে এলএনজি রপ্তানির চুক্তি এবং ভারত থেকে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার মাধ্যমে এই সফরে সম্পাদিত চুক্তি, সমঝোতা স্মারক ও ঘোষণায় ভারতের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে এবং বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। যা একটি স্বাধীন সার্বভৌম দেশের আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে অপমানজনক এবং এটা বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।’কমরেড খালেকুজ্জামান অবিলম্বে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ ঘোষণা এবং চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

আরো সংবাদ