প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-০৩ ২০:৫৫:৫৫

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ

 নিউজ ডেস্ক:  প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় পেছানো হয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও, তা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির  বলেন, শিক্ষক নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার ফল আসতে কিছুটা দেরি হয়েছে। এ কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের করার কথা থাকলেও, তা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশের চিন্তা করা হচ্ছে।[the_ad id=”36442″]

তিনি বলেন, চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। সারাদেশ থেকে আসা মৌখিক পরীক্ষার ফল বুয়েটে পাঠানো হয়েছে। আগামী ১৬ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। এ নিয়োগ পরীক্ষার মাধ্যমে সারা দেশ থেকে সাড়ে ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।[the_ad_placement id=”new”]

মহাপরিচালক আরও বলেন, চলমান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। আগামী সপ্তাহে এ প্রস্তাব সচিব কমিটিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারি করে নিয়োগ কার্যক্রম শুরু হবে। নিয়োগ কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে প্রস্তুতি শুরুর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ