ফার্মাসিষ্ট ও পল্লী চিকিৎসকদের নিরাপত্তা কোথায়! - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-২২ ০৪:৫৯:৪০

ফার্মাসিষ্ট ও পল্লী চিকিৎসকদের নিরাপত্তা কোথায়!

বাংলাদেশের সব ফার্মাসিষ্ট ও পল্লী চিকিৎসক, ঔষুধ ব্যবসায়ীদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আমরা যারা ফার্মাসিষ্ট পল্লী চিকিৎসক আমরা অনেক ঔষুধ কোম্পানীদের সাথে ব্যবসা করে আসছি। সেই সব ঔষুধ কোম্পানীর প্রতিনিধিরা আমাদের সাথে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ঔষুধ আমাদের দিয়ে বিক্রি করায়। এখন চিন্তা করেন সেই সব ঔষুধ কোম্পানী আজ পযন্ত আমাদের জন্য একটা মাস্ক গ্লাভস দেয়নি। তারা শুধু হাসপাতালের বড় বড় ডাক্তারদের সেবা করে যাচ্ছে। সব কোম্পানী ডাক্তারদের জন্য পিপিই মাস্ক গ্লাভস পাঠায়। আর আমরা যারা সব কোম্পানীর ঔষুধ একটা একটা করে বিক্রি করে কোম্পানীদের পেট ভরাচ্ছি।অথচ আমাদের জন্য তাদের কোন মাথা ব্যাথা নাই। ভাই বন্ধুরা আমরা আমাদের পথ খুজঁতে চেষ্টা করি। কোন ঔষুধ কোম্পানীর ঔষুধ প্রতিনিধিদের কাছ থেকে আমরা নেবনা। আমরা পাইকারী দোকান থেকে ঔষুধ নিয়ে এসে বিক্রি করবো। তাদের ঔষুধ হাসতালের ডাক্তারেরা বিক্রি করবে। ফার্মাসিষ্টরা করবে না।ফার্মাসিষ্টদের নিরাপত্তা কোথায় ! কে দিবে কেউ কি এই পযন্ত ফার্মাসিষ্টদের খবর নিয়েছে। আমরা ফার্মাসিষ্ট ও পল্লী চিকিৎসকরা খুব অসহায় আমদের এমন অবস্থায় সেবা দিতে অক্ষম হয়ে যাচ্ছি। আমাদের কিছুই নাই সেবা দেয়ার মত।আমরা তারপরও ভয়হীন আল্লাহর নাম নিয়ে রাত দিন সেবা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। কোন সাংবাদিক ভাইদের যদি এই লেখা নজরে আসে তাহলে আমাদের এই লেখা বাংলাদেশের প্রতিটি ফার্মাসিষ্ট ও পল্লী চিকিৎসক ও ঔষুধ ব্যবসায়ী ভাইদের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ রইল।

নিবেদক গ্রাম ডাক্তার মোহাম্মদ জামাল হোসাইন হেলালী, কুতুবদিয়া পাড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

আরো সংবাদ