ফের ইয়াবা কারবারির আত্মসমর্পণ চলিত মাসে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২৩ ০৮:০২:৩৮

ফের ইয়াবা কারবারির আত্মসমর্পণ চলিত মাসে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া-টেকনাফের অর্ধশতাধিক ইয়াবা কারবারি চলতি মাসের শেষের দিকে ২য় দফায় আত্মসমর্পণ করবেন। দ্বিতীয় দফায় ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। তিনি জানান, ১০২ জন ইয়াবা কারবারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য সম্মতি জানিয়েছেন আরও অর্ধশতাধিক। তাদের মধ্যে থেকে বর্তমানে ৩০ জন সেফহোমে চলে গেছেন। তিনি আরও জানান, যারা নিজেদের অপরাধ শিকার করে স্বাভাবিক জীবনে ফিরতে আগ্রহী তাদেরকে এ সুযোগ দেয়া হচ্ছে। আগামী ২৮ অথবা ২৯ জানুয়ারি টেকনাফে হতে পারে তাদের আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা। উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন।

আরো সংবাদ