ফের মিয়ানমার হতে আসছে কোরবানী গরু - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-০৮ ১৬:১৪:২৯

ফের মিয়ানমার হতে আসছে কোরবানী গরু

জসিম সিদ্দিকী, কক্সবাজারঃ ঈদুল আজহা সামনে রেখে সমুদ্রপথে ফের মিয়ানমার থেকে ট্রলার বোঝাই পশু আসতে শুরু করেছে। এ নিয়ে ৮ আগষ্ট সকালে কক্সবাজার জেলা প্রশাসন এক বৈঠকের আয়োজন করেন। উক্ত বৈঠকে শাহপরীর দ্বীপ করিডোর খুলে দেয়ার পক্ষে স্থানীয় রাজনীতিবিদগণ মতামত প্রদান করেন। ওই মতামতের উপর ভিত্তি করে কক্সবাজার জেলা প্রশাসন টেকনাফের শাহপরীর দ্বীপ করিডোর উন্মক্ত করে দেন। অপর দিকে সরকারের আদায় হবে প্রচুর রাজস্ব। তাই সাগরপথে টেকনাফ ক্যাটল করিডোর হয়ে ফের আসছে মিয়ানমারের পশু। নাফ নদী দিয়ে গরু-মহিষ বোঝাই ট্রলার একের পর এক ভিড়ছে শাহপরীরদ্বীপ জেটিতে। একেকটি ছোট বড় ট্রলারে আমদানি হচ্ছে ৫০ থেকে দুশ’টি পশু। সীমান্ত এলাকার বিশেষ করে টেকনাফের উখিয়ার মানুষের একমাত্র ভরসা হচ্ছেই মিয়ানমারের এসব পশু। অন্যথায় উত্তরাঞ্চল থেকে পশু এনে কুরবানি করা সীমান্ত বাসীর জন্য কঠিন। এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। টেকনাফে আড়াই লাখ মানুষের মাঝে সাড়ে ছয় হাজারের মতো কোরবানির পশুর চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পশু আমদানি নির্বিঘœ করতে বিজিবি সহায়তা দিচ্ছে। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল ফয়সল হাসান খান জানান, সমুদ্রপথে মিয়ানমার থেকে পশু বোঝাই ট্রলারে যাতে কোন সমস্যা না হয় সেদিকে বিজিবির সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের সাথে বৈঠক করে পশু আমদানী নির্বিঘœ করতে বিজিবি সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এবার মায়ানমার থেকে বেশি পশু আমদানি হওয়ায় কোরবানির পশুর সংকট হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে আসছে ঝাঁকে ঝাঁকে গরু-মহিষ। গত দুই দিনে মিয়ানমার থেকে ২ হাজার ২২৮ টি গবাদি পশু এসেছে শারহপরীর দ্বীপ করিডোরে। তার বিপরীতে সরকারও প্রচুর রাজস্ব আদায় হয়েছে। শুল্ক স্টেশন তথ্য মতে, চলতি জুলাই মাসে বৈরি আবহাওয়া ও মিয়ানমারের সমস্যার কারনে বেশকিছুদিন পশু আমদানী বন্ধ থাকার পর ফের পুরোধুমে সমুদ্রেপথে ঝাঁকে ঝাঁকে মিয়ানমার থেকে আসছে কোরবানি পশু। গত দুই দিনে মিয়ানমার থেকে ২ হাজার ২২৮ টি গবাদি পশু এসেছে। তার মধ্যে ২ হাজার ২১২ গরু, ৬১৬টি মহিষ। তার বিপরীতে ১৩ লাখ ১৪ হাজার রাজস্ব পেয়েছেন সরকার। সর্বশেষ গেল জুলাইয়ে ১০ হাজার ৯৫টি গরু-মহিষ আসে। অথচ গত বছর জুলাইয়ে মিয়ানমার থেকে গরু-মহিষ আসে প্রায় ৫ হাজার। অর্থাৎ গত বছর জুলাইয়ের তুলনায় এ বছরের জুলাইয়ে দ্বিগুণ গরু-মহিষ আমদানি হয়েছে। এছাড়া সরকার চলতি বছরে ৭ মাসে আমদানি করা পশু থেকে ২ কোটি ২১ লাখ ৩৫ হাজার টাকা রাজস্ব পায়। গরু, মহিষ আমদানির পর চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার বেপারীরা শাহপরীর দ্বীপ এলাকা থেকে পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছেন পশু আমদানীকারক নুরুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে সারাবছর মিয়ানমার থেকে গবাদি পশু আমদানী হয়ে থাকে। তবে ঈদ উল আযহার সময় বাড়তি চাহিদা থাকায় অধিক সংখ্যক গবাদি পশু আমদানী করে থাকেন ব্যবসায়ীরা। এখানকার গবাদি পশু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম-নোয়াখালী-কুমিল্লাসহ সারাদেশে সরবরাহ হয়ে থাকে। গতকাল দুটি ট্রলারে প্রায় আড়াই’শ গরু-মহিষ এসেছে পশু আমদানিকারক মোহাম্মদ সোহেল এর কাছে। তিনি জানান, ‘দেশের চাহিদা পুরনে ঝাঁকে ঝাঁকে কোরবানির পশু আমদানি করছি। এছাড়া ঈদ আসতে আরো কয়েকদিন সময় রয়েছে তার ভেতরে আরও কয়েক হাজার পশু আমদানি করার চিন্তা ভাবনা রয়েছে। টেকনাফ শুল্ক কর্মকর্তা মোহাম্মদ ময়েজ উদ্দীন বলেন, মিয়ানমারের পশু দআমদানী করে এই করিডোর রাজস্বে ব্যাপক ভূমিকা রাখছে। ঈদকে সামনে রেখে আমদানিকারকদের আরো বেশি মিয়ানমার থেকে পশু আমদানি করতে উৎসাহিত করা হচ্ছে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি, জাল টাকার ব্যবহারসহ ক্রেতা-বিক্রেতাদের যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সে বিষয়ে পুলিশ নজরদারি রেখেছেন। এদিকে কক্সবাজার জেলায় কোরবানীর পশুর হাট-বাজার পুরোদমে জমে উঠেছে। সামর্থ্যবান মুসলমানরা পছন্দের পশু কোরবানী দিতে এবং প্রিয় পশু কিনতে ছটুছেন এক হাট হতে অন্য হাটে। জেলায় পশুর হাটে এখন গরু, মহিষ, ছাগলে ভরপুর। গত দু’দিন ধরে বেচা-বিক্রিও হচ্ছে বেশ ভালোই। তবে মায়ানমার থেকে গরু আমদানি বন্ধ করে দেয়ায় হঠাৎ করে কোরবানী পশুর দাম উর্ধ্বমূখী লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উখিয়া-টেকনাফে আশ্রিত বিপুল সংখ্যক রোহিঙ্গার কোরবানীর মাংস যোগান দিতে এনজিও সংস্থা গুলো পশুর হাটে নেমে পড়ায় শেষ সময়ে পশু সংকটে পড়তে পারে বলে জানান কক্সবাজারের সচেতন মহল।

আরো সংবাদ