ফেসবুকের সব কিছুকে বিশ্বাস না করে যাচাই করা উচিত-ডিসি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১০-২২ ০৯:৫৮:৪৮

ফেসবুকের সব কিছুকে বিশ্বাস না করে যাচাই করা উচিত-ডিসি

কক্সবাজার জেলার ওলামা মাশায়েখদের আলোচনা সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন ,যে কোন ঘটনা ফেইসবুকে বা অন্য কোথাও দেখা গেলে তার উপর সরাসরি বিশ্বাস স্থাপন না করে সেটা খতিয়ে দেখতে হবে। কারন আজ কাল তথ্য প্রযুক্তির অপব্যাবহার করে অনেকে ব্যক্তিগত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেস্টা করছে। তাই সব কিছু ভাল ভাবে না জেনে কোন কর্মসূচী বা পদক্ষেপ করা থেকে বিরত থাকার আহবান জানান তিনি।[the_ad id=”36442″]

জেলা প্রশাসক ২২ অক্টোবর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার গুরুত্বপূর্ন ওলামা মাশায়েখদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন, এ সময় তিনি বলেন, ভোলার ঘটনা অনাকাংখিত, সেখানে এক যুবকের ফেইসবুক আইডি হ্যাক করে জনতাকে উত্তেজিত করে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটনো হয়েছে। তাই দেশের স্বার্থে সবাইকে ধর্য্য ধারন করে শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করার আহবান জানান তিনি। এ সময় সকল উপজেলাতে ইউএনওদের মাধ্যমে উপজেলা পর্যায়ে ওলামা মাসায়েকদের সাথে মত বিনিয়ম করার নির্দেশ দেন তিনি। এতে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফাহমিদা বেগম, জেলা ইমাম সমিতির সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মৌলবী কেফায়েত উল্লাহ, মৌলানা আবদুল হকসহ সকল উপজেলা থেকে আগত উলামা কেরাম বক্তব্য রাখেন।

আরো সংবাদ