বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুলবুল বাংলাদেশের দিকে - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-০৮ ১৮:৫৩:০২

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুলবুল বাংলাদেশের দিকে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বুলবুলের কারণে
পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নং বিপদ সংকেত,
চট্টগ্রাম বন্দরকে ৬ নং বিপদ সংকেত
এবং কক্সবাজারে ৪ নং হুশিয়ারি সংকেত উত্তোলন করতে বলেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

★★★ ঘূর্ণিঝড়ে পতাকা, সংকেত ও মেঘাফোন ব্যবহারে করণীয়ঃ[the_ad id=”36489″]

★ ১-৩ নং সতর্ক সংকেতে কোন পতাকা ব্যবহার করা হবে না। কোন মেঘাফোন ব্যবহার করা হবে না। মৌখিকভাবে আগাম সতর্কবার্তা প্রচার করা হবে।

★ ৪ নং হুশিয়ারি সংকেতে ১ টি পতাকা ব্যবহার করা হবে। সতর্কবার্তা প্রচারে মেঘাফোন ব্যবহার করা হবে।

★ ৫-৭ নং বিপদ সংকেতে ২ টি পতাকা ব্যবহার করা হবে। ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করেছে এবং এই এলাকায় আঘাত হানতে পারে। বিপদ সংকেত জানাতে মেঘাফোন ব্যবহার করা হবে।

★ ৮-১০ নং মহাবিপদ সংকেতে ৩ টি পতাকা ব্যবহার হবে। ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করেছে এবং শীঘ্রই এই এলাকায় আঘাত হানবে। মহাবিপদ সংকেত জানাতে মেঘাফোন ব্যবহার করা হবে এবং সাইরেন বাজানো হবে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আরো সংবাদ