বাঁশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে ২টি ট্রলার ডুবে নিহত ৪ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-১৯ ১৩:২৭:৩০

বাঁশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে ২টি ট্রলার ডুবে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী থেকে কুতুবদিয়া যাওয়ার পথে যাত্রীবাহী দু’টি ট্রলার ডুবে এক ওমান প্রবাসীসহ চারজন নিহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকালে বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলে বেদখলীর টেক ও মোহনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ওমান প্রবাসী মো. আক্কাছ বাঁশখালীর দক্ষিণ বাগমারা এলাকার মৃত রৌশনুজ্জামানের ছেলে। এছাড়া নিখোঁজ স্কুল ছাত্র মিনহাজ বাঁশখালীর আইদ্দারখীল এলাকার আমান উল্লাহ’র ছেলে। অপর ২ জন হচ্ছে, খানখানাবাদ ইউনিয়নের গ-ামারা গ্রামের আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২) কোস্টগার্ড চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, একটি ফিশিং ট্রলারে ৩২ জন যাত্রী বাঁশখালী থেকে কুতুবদিয়া দরবার শরিফের ওরসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বঙ্গোপসাগরের বেদখলীর টেক এলাকার পৌঁছালে উল্টে যায়। পরে স্থানীয় জেলেরা ৩ জনকে মৃত, ৩০ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া খানখানাবাদ থেকে যাওয়া আরেকটি নৌযান জলবদর খাল পেরিয়ে সাগরের মোহনায় গেলে ডুবে যায়। পরে স্থানীয়রা দুইজনের মরদেহ খুঁজে পান।

আরো সংবাদ