বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কমেছে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১১-৩০ ২১:৪১:২০

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কমেছে

গত এক বছরে যেসব দেশে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা ব্যাপকভাবে কমেছে তার শীর্ষ পাঁচটি দেশের একটি বাংলাদেশ৷ ফ্রিডম হাউজ নামের একটি প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে৷
বিশ্বের কোন দেশে মানুষ কত সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়, অনলাইন দুনিয়ার স্বাধীনতা কতটা, ২০০৯ সাল থেকে তা নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছে ফ্রিডম হাউজ নামের একটি সংগঠন৷ তিনটি বিষয়ে ২১ টি সূচকের মাধ্যমে তারা তৈরি করেছে ‘ফ্রিডম অন দ্য নেট ২০১৯’ প্রতিবেদনটি৷ উঠে এসেছে ৬৫ টি দেশের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার চিত্র৷ ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের মে পর্যন্ত সময়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছে তারা৷
সবচেয়ে উন্মুক্ত আইসল্যান্ড
জনগণের ইন্টারনেট ব্যবহারের অধিকার সংরক্ষণে সবচেয়ে উদার দেশটির নাম আইসল্যান্ড৷ ফ্রিডম অন দ্য নেটের জরিপে ১০০ তে তাদের নম্বর ৯৫৷ অনলাইনে মত প্রকাশের জন্য দেশটির মানুষকে কোন ধরনের মামলা বা আইনি হয়রানিতে পড়তে হয়নি৷ আছে সবার জন্য ইন্টারনেট ব্যবহারের সুবিধা, উন্মুক্ত কনটেন্ট এবং ব্যবহারকারীর অধিকার সংরক্ষণে শক্তিশালী ব্যবস্থা৷ প্রথম পাঁচটি দেশের ভেতরে আরো আছে এস্তোনিয়া, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া৷
সবচেয়ে প্রতিক্রিয়াশীল চীন
ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা হরণে শীর্ষে থাকা দেশ চীন৷ তাদের পয়েন্ট ১০০ তে মাত্র ১০৷ তিয়েন আনমেন স্কয়ারে গণহত্যার ৩০ বছরপূর্তি, হংকংয়ের সরকারবিরোধী বিক্ষোভের কনটেন্ট নিয়ন্ত্রণ সহ গত এক বছরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা৷ বন্ধ করা হয়েছে সামাজিক মাধ্যমের অসংখ্য অ্যাকাউন্ট৷ তালিকায় তাদের পরই আছে ইরান, সিরিয়া, কিউবা ও ভিয়েতনাম৷[the_ad id=”36442″]
স্বাধীনতা কমেছে গোটা বিশ্বে
গত এক বছরে ৬৫ টি দেশের মধ্যে ৩৩ টি দেশেই ইন্টারনেট ব্যবহার স্বাধীনতা সঙ্কুচিত হয়েছে৷ ৩৮ টি দেশের সরকার জনগণের মতামত নিয়ন্ত্রণে ব্যক্তিবিশেষকে নিয়োগ দিয়েছে৷ গোটা বিশ্বে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতার সার্বিক স্কোরেরও অবনতি হয়েছে৷
অবনতিতে বাংলাদেশ
ইন্টারেনেট ব্যবহারের স্বাধীনতায় বাংলাদেশের এবারে স্কোর ১০০ তে ৪৪, যা গতবছর ছিল ৪৯৷ যেসব দেশের এবার বেশি অবনতি হয়েছে তার মধ্যে বাংলাদেশ চতুর্থ৷ অবনমনে শীর্ষে সুদান৷ তার পর আছে কাজাখস্তান ও ব্রাজিল৷
বাংলাদেশের পয়েন্ট
ইন্টারনেট ব্যবহারের বাধায় বাংলাদেশের স্কোর ২৫ এ ১৩৷ কনটেন্টে বাধা প্রদানে পেয়েছে ৩৫ এ ১৭৷ সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের ব্যবহারকারীদের অধিকার হরণে৷ এক্ষেত্রে পয়েন্ট ৪০ এ মাত্র ১৪৷
বাধা প্রদান
গত বছরের জুন থেকে চলতি বছরের মে পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে নানা ভাবে বাধা তৈরি করেছে সরকার৷ নির্বাচনের সময় মোবাইল সেবায় বিঘ্ন ঘটানো হয়েছে, বিরোধী রাজনৈতিক নেতাদের স্কাইপি আলাপে বাধা দেয়া হয়েছে৷ ডিসেম্বরের নির্বাচনের আগে বন্ধ করে দেয়া হয়েছে ৫৮ টি সংবাদ সাইট৷ ফেব্রুয়ারিতে ২০ হাজার পর্ন ও জুয়ার সাইট বন্ধ করে দেয়া হয়৷ বন্ধ করা হয়েছে সবচেয়ে বড় ব্লগিং ওয়েবসাইটও৷[the_ad id=”36489″]
বিতর্কিত আইন
সেপ্টেম্বরে কার্যকর করা হয়েছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন৷ ইন্টারনেটে মানহানি, অশ্লীল কনটেন্ট, মিথ্যা তথ্য প্রদানসহ আইনভঙ্গকারিদের সাত বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধন রয়েছে৷ সাংবাদিক, আন্দোলন কর্মী, শিক্ষকসহ এই আইনের অধীনে অনককে গ্রেপ্তার করা হয়েছে৷ জানুয়ারিতে একজনকে সাত বছরের জেলও দেয়া হয়েছে৷
সামাজিক মাধ্যমে নজরদারি
সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির জন্য একটি প্রকল্পে গত বছরের অক্টোবরে ১২০ কোটি টাকা বরাদ্দ করে সরকার৷ র্যাবের অধিনে নভেম্বরে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়৷
অ্যাকাউন্ট ও কনটেন্ট সরাতে চাপ
বিভিন্ন কোম্পানিকে কনটেন্ট সরানোর জন্য চাপ দিয়েছে সরকার৷ গত বছরে ৭৪ টি কনটেন্ট সরিয়ে নিতে গুগলকে আটটি অনুরোধ করা হয়েছে৷ অনলাইন কনটেন্ট বন্ধে অনানুষ্ঠানিক পথও অবলম্বন করা হয়েছে৷ সরকার বিরোধী পোস্টের কারণে বিভিন্ন সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের সরকারপন্থীরা ভূমিকা রেখেছে বলে অভিযোগ রয়েছে৷
সরকার সংশ্লিষ্টদের আচরণ[the_ad_placement id=”after-image”]
ডিসেম্বরের নির্বাচনের আগে ফেসবুক নিজ থেকেই সরকার সমর্থিতদের পরিচালিত বেশ কিছু পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে৷ সংগঠিতভাবে তথ্য বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ডিসেম্বরে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়েছিল৷

আরো সংবাদ