সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০২-০১ ১৬:৩৬:০৬

সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক :  মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তের বিভিন্ন চৌকিগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে।

তবে সীমান্তে যাতে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকিগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি, পানছড়ি, ঘুমধুম, তুমব্রু সীমান্ত, চাকঢালা ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, মিয়ানমারের ঘটনার পর সোমবার সকাল থেকে মিয়ানমার-বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় বসবাসরতদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। ফলে বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্কতা বাড়িয়েছে।

এ নিয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি।

বিজিবি’র কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমন্ডার লে. কর্ণেল আব্দুল আজিজ আহম্মদে জানান নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিভিন্ন ইস্যূতে গুরুত্বপূর্ণ। সম্প্রতি রোহিঙ্গাদের ওপর নিপীড়নে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দেন দরবার চলছে।
এর মধ্যে অভ্যুত্থানের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবাসহ মাদক চোরাচালান প্রতিরোধেও কাজ করছে বিজিবি।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে বাংলাদেশ পার্শ্ববর্তী মিয়ানমারে সেনাঅভ্যুত্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বেশ কিছু নেতাদের আটক করেছে সেনাবাহিনী। বর্তমানে মায়ানমার দেশটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে।

আরো সংবাদ