বাইশারীতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী হানিফ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-০১ ০৭:২০:৫২

বাইশারীতে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী হানিফ

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ হানিফ করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে যাওয়ায় আর্ত মানবতার সেবায় এগিয়ে এসে ১০০ পরিবার হতদরিদ্র জনগোষ্ঠীর  মাঝে চাউল ও শাবান বিতরন করেন। ১ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় সৌদি প্রবাসী মোঃ হানিফের পক্ষ থেকে নিজ বাড়ীর উঠানে তার স্ত্রী  ও ছোট ছেলে মুনতাদীর মীম রাহাত জন প্রতি ৫ কেজি করে চাউল ও একটি করে হাত ধোয়ার শাবান তুলে দেন।  এই মানবিক সাহায্যে এলাকার অসহায় লোকজন অত্যন্ত খুশি। স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল আজিম বলেন সৌদি প্রবাসী হানিফের এই মহতী উদ্যোগ  এর কারনে কয়েকশত অসহায় পরিবারের মাঝে স্বস্তি ফিরেছে। বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন সরকারের পাশাপাশি এই ভাবে বিত্তবানরা এগিয়ে আসলে তার এলাকায় কোন ধরনের খাদ্যসংকট থাকবেনা। চেয়ারম্যান আরো বলেন  আমরা সকলেই জাতির জনক বঙ্গবন্দ্বুর  আদর্শ কে ধারন করে যার যাহা কিছু আছে তাই নিয়ে অসহায়দের পাশে দাড়ায়।

আরো সংবাদ