বাবা থাকে ক্যাম্পে ছেলে পড়ে হাজী পাড়া স্কুলে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৯ ১০:২৮:৩৯

বাবা থাকে ক্যাম্পে ছেলে পড়ে হাজী পাড়া স্কুলে

মাহাবুবুর রহমান: নুরুল আমিন পিতা আলী মিয়া মাতা মমতাজ বেগম বর্তমানে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। এক প্রশ্নের জবাবে নুরুল আমিন নিজেই জানিয়েছে তার বাবা এখনো রোহিঙ্গা ক্যাম্পে থাকে। তবে সে মার সাথে দক্ষিণ হাজী পাড়ায় থাকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদ নবীর মেয়ে মেয়ে মমতাজ বেগম তার বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে ঘর করে থাকলে তার স্বামী আলী মিয়া একজন রোহিঙ্গা সে বর্তমানেও থাকে রোহিঙ্গা ক্যাম্পে। আর শুধু নুরুল আমিন নয় তার বড় আরো ২ ভাই আছে যাদের নাম আবদুল হাকিম ও নুরুল হাকিম তারা এখন দক্ষিণ হাজী পাড়াতে ব্যবসা বানিজ্য করে। এদিকে ১৬ সেপ্টেম্বর শহরের হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সাথে আলাপ কালে জানা যায় শুধু নুরুল আমিন নয় এরকম আরো অনেক শিশু আছে যারা এই স্কুলে লেখাপড়া করছে। এর মধ্যে অন্যতম উপজেলা পরিষদের পেছনের গলিতে থাকা স্বীকৃত রোহিঙ্গা জামাল এবং জাফরের ছেলে মেয়েরা এইস্কুলে পড়ে। এর মধ্যে জামাল বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার পাঁচলাইশ এলাকা থেকে ভোটার আইডি কার্ড করেছে যার নাম্বার১৯৮৮১৫৯৫৭০৮০০২১৭। এদিকে স্থানীয়দের দাবী সত্যিকার ভাবে আগে আসা রোহিঙ্গা খোঁজলে কয়েক হাজার পাওয়া যাবে যারা বর্তমানে আইডি কার্ড করেছে। তবে শিক্ষকদের দাবী স্থানীয় প্রভাবশালীদের মদদ এবং পৃষ্টপোষকতায় রোহিঙ্গারা শিক্ষা থেকে শুরু করে সব কিছু করতে পারছে।

আরো সংবাদ