বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৩-২২ ১২:২১:৪৮

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে রোহিঙ্গাদের অসংখ্য ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।

সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮ এর, ই ডব্লিউতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উখিয়ার বালুখালি ক্যাম্প ৮-ই, ডব্লিউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অসংখ্য ঘর পুড়ে গেছে। পুরো এলাকা কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ে ছুঁটছে। আজ সোমবার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন রোহিঙ্গারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। হতাহত ,ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের সুত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।

১৬ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা জানান, ঘটনাস্থলে ১৪ এপিবিএন ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ।

আরো সংবাদ