বিজিবি-বিএসএফ প্রধান পর্যায়ে আলোচনা চলছে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-১৮ ১৯:২৬:৪৫

বিজিবি-বিএসএফ প্রধান পর্যায়ে আলোচনা চলছে

রাজশাহীর চারঘাটে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহতের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে তা নিরসনে বিজিবি ও বিএসএফ’র প্রধান পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।[the_ad_placement id=”new”]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা নিশ্চয় জানেন বিজিবি এবং বিএসএফ’র মধ্যে একটা চমৎকার সম্পর্ক রয়েছে। হঠাৎ করে এমন দুর্ঘটনাতে আমরা সবাই মর্মাহত। এই সমস্যা নিরসনে দুই বাহিনীর প্রধান পর্যায়ে আলোচনা চলছে। দুই দেশের আলাপের মাধ্যমে এটার সুরাহা হবে। সবকিছু আলোচনার মাধ্যমে শেষ হবে বলে আমরা মনে করি।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে ঘটনা-পরবর্তী তাৎক্ষণিক এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি’র গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।[the_ad_placement id=”after-image”]

ঘটনার বর্ণনা দিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা জানেন আমাদের নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। নদীতে জেলেদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিজিবি হঠাৎ করে দেখতে পায় নদীতে মাছ ধরছে কয়েকজন জেলে। বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে, তারা জানতে পারে জেলেগুলো ভারতের নাগরিক। তারা বাংলাদেশ সীমানায় ৫০০/৬০০ গজ ভেতরে চলে এসেছিল। এর মধ্যে একজন বিএসএফ’র সদস্য রয়েছে। তখন বিজিবি বলেছে, যেহেতু আপনি ভেতরে ঢুকে গিয়েছেন, তাই ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আপনাকে হস্তান্তর করব। এই অবস্থায় তারা দ্রুত সরে পড়ার জন্য তাদের স্পিডবোট চালিয়ে পালাচ্ছিল। পালানোর সময় বিএসএফ ফায়ার ওপেন করেছে, তখন বিজিবিও কাউন্টার ফায়ার ওপেন করে। তখনই ঘটনাটি ঘটে।

আরো সংবাদ