বিতর্কের মাঝেই পাকিস্তান সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-২০ ২১:০৪:০৯

বিতর্কের মাঝেই পাকিস্তান সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল

সমালোচনা আর বিতর্কের মাঝেই সোমবার পাকিস্তান সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। নিরাপত্তা পর্যবেক্ষণে পাকিস্তানে সফররত প্রতিনিধি দল ফেরার আগেই কিশোর দলকে পাঠানো হচ্ছে দেশটিতে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাওয়া যায়নি কোন ব্যাখ্যা। তবে কিশোর টাইগারদের কোচ জানিয়েছেন, বিসিবির সবুজ সংকেত পেয়েই পাকিস্তানে যাচ্ছে দল।

একদিন আগে বিসিবির প্রধান নির্বাহী বললেন, প্রতিনিধি দলের রিপোর্ট দেখে পাকিস্তানে পাঠানো হবে দল। পরদিনই জানা গেল, দেশটিতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। এবার আর প্রধান নির্বাহী তার অবস্থান ব্যাখ্যা করতে রাজি হননি।

কিশোর এসব ক্রিকেটারদেরকেই বলা হয় দেশের ভবিষ্যৎ। এদের কেউই হয়তো সাকিব-তামিম হয়ে উঠবেন। তবে এদের নিয়ে বিসিবির ভাবনা আসলে কতটুকু! সাকিব-তামিমদেরকে যেখানে পাঠাতে আপত্তি, সেখানে কিশোর দলকে কেন পাঠানো হবে?

পাকিস্তান বলেই বারবার ঘুরে ফিরে আসছে নিরাপত্তার প্রশ্ন। অনূর্ধ্ব ১৭’র কোচ অবশ্য জানালেন, বিসিবির সবুজ সংকেত পেয়েই নাকি সফরে যাচ্ছে কিশোর দলটি।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, সবুজ সংকেত পেয়েছি, আমরা পাকিস্তানে যাচ্ছি। খেলা হবে রাউলফিন্ডিতে। আশা করি, ওইটা সেপ জোন।

খেলোয়াড়দের ভাবনায় এতোকিছু নেই। এখনো হয়তো জীবন ঝুঁকির কথা মাথায়ই আনতে পারছেনা তারা। ক্রিকেটেই তাদের সব মনোযোগ।[the_ad_placement id=”new”]

নাঈম আহমেদ বলেন, এইজ লেভেলে আমাদের ন্যাশনাল টিমগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানে ভালো করলে হয়-তো অনূর্ধ্ব-১৯ দলে আমাদের ডাকা হবে। লক্ষ্য থাকবে, ওইখানে গিয়ে ভালো কিছু করা। পাকিস্তান সফরে দুটি তিনদিনের ম্যাচ আর তিনটি ওয়ানডে খেলবে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

আরো সংবাদ