বিশ্ববিদ্যালয়ের দুইছাত্রী রুম্পা ও টুম্পা খুন: নেপথ্যে বয়ফ্রেন্ড - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১২-০৭ ২২:৩৩:০২

বিশ্ববিদ্যালয়ের দুইছাত্রী রুম্পা ও টুম্পা খুন: নেপথ্যে বয়ফ্রেন্ড

মাত্র আটদিনের ব্যবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই দুইজনের পেছনেই বয়ফ্রেন্ড ফ্যাক্টর কাজ করছে। তাদের একজন ভালোবেসে বিয়ে করে বয়ফ্রেন্ডের ভয়ংকর রূপ দেখেছেন দুই মাসের মাথায়। নির্যাতনের শিকার হয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে খুন হন তিনি। আরেকজনকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর পেছনে বয়ফ্রেন্ড সৈকতের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার লাশ সনাক্ত করে পরিবারের সদস্যরা। এর আগে বুধবার রাতে তার লাশ সনাক্ত করা হয়। এঘটনার পর ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস ও এর আশপাশ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা।

এর আগে ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় স্বামীর ছুরিকাঘাতে খুন হন শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্রী কানিজ ফাতেমা টুম্পা।

.
স্ট্যামফোর্ড ভার্সিটির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার আলামত, মামলা দায়ের :

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ছাদ থেকে ফেলে হত্যার আগে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার বাম স্তনে কামড়/আচড়ের দাগ রয়েছে। তবে কারা ওই কাণ্ড ঘটিয়েছে সেটি স্পষ্ট নয় পুলিশ। রুম্পার বয়ফ্রেন্ডের দিকে আঙ্গুল তুলছেন অনেকেই। হত্যার সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।[the_ad id=”36442″]

জানা গেছে, রুম্পা স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বুধবার রাতে লাশ উদ্ধারের পর অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে রমনা থানায় মামলা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় রুম্পার স্বজনরা মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তার বাবা রোকন উদ্দিন একজন পুলিশ কর্মকর্তা। তিনি হবিগঞ্জে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। রাজধানীর শান্তিবাগে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন রুম্পা।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে রুম্পার লাশের ময়নাতদন্ত করা হয়। সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, লাশের শরীরের আঘাত দেখে মনে হয়েছে, ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

[the_ad id=”36442″]

রুম্পার স্বজনরা জানান, দুই ভাইবোনের মধ্যে রুম্পা ছিলেন বড়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। রুম্পা শাহজাহানপুরের শান্তিবাগের ২৫৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে মা-ভাইয়ের সঙ্গে থাকতেন। বাসা থেকে ৪-৫ মিনিট দূরত্বের একটি ফ্ল্যাটে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন তিনি। প্রতিদিনের মতো বুধবার বিকেলে বাসা থেকে বেরিয়ে প্রাইভেট পড়াতে যান। এক ঘণ্টা পড়ানোর পর বের হয়ে বাসার নিচে গিয়ে রুম্পা তার মাকে ফোনে বলেন, চাচাতো ভাইকে দিয়ে বাসার নিচে তার একজোড়া স্যান্ডেল পাঠাতে। ১০ বছরের চাচাতো ভাই একজোড়া স্যান্ডেল নিয়ে নিচে নামে। ওই স্যান্ডেল পরিবর্তন করে পায়ে দেন রুম্পা। এরপর তার ব্যবহূত মোবাইল ফোন, আংটি, হাতঘড়ি ও ব্যাগ চাচাতো ভাইয়ের কাছে দেন। তাকে বলেন, আম্মুকে বলিস আপু একটু পরে বাসায় ফিরবে। রুম্পা সেখান থেকে চলে যান। মোবাইল ফোন, আংটি, হাতঘড়ি ও ব্যাগ বাসায় পাঠোনোর উদ্দেশ্য কী ছিল তা বলতে পারছেন না স্বজনরা। রাতে বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়।

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাড়ির সামনে থেকে রুম্পার লাশ উদ্ধার করা হয়। লাশটি পড়ে ছিল দুটি ভবনের পেছনে এবং একটি ভবনের সামনের গলিতে। তিনটি ভবনের যে কোনো একটি থেকে তাকে ফেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।[the_ad id=”36489″]

.
বিয়ের দুই মাসেই বয়ফ্রেন্ডের ভয়ংকর রূপ, খুন টুম্পা :

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থেকে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলেন কানিজ ফাতেমা টুম্পা। বিয়ের দুই মাস যেতে না যেতেই বয়ফ্রেন্ডের ভয়ংকর রূপ দেখলেন টুম্পা। তার বয়ফ্রেন্ড আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর তার মাদকের নেশা আরও বেড়ে যায়।

কারণে অকারণে শুরু হয় নির্যাতন। অতিষ্ট হয়ে বাবা-মায়ের কাছে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি। রাজধানীর কুড়িলে নিহত টুম্পা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্রী। বৃহস্পতিবার রাতে (২৮ নভেম্বর) কুড়িল চৌরাস্তা এলাকায় তাকে ছুরিকাঘাত করেন স্বামী সাফকাত হাসান রবিন। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। টুম্পা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়। তার বাবার নাম শাহ আলম। চার বোনের মধ্যে টুম্পা ছিলেন সবার বড়।

টুম্পার ছোট বোন আয়শা আক্তার জানান, বিয়ের আগে কুড়িল চৌরাস্তা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন টুম্পা। আর পাশের বাড়িতে থাকতেন সাফকাত হাসান রবিন। দু’জনের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তারা বিয়ে করেন। এর পর তারা কুড়িলের নূরানী মসজিদ গলির একটি বাসায় থাকতে শুরু করেন। রবিন আগে থেকেই মাদকাসক্ত। বিয়ের পরপরই নানা সমস্যা শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। সর্বশেষ বৃহস্পতিবার টুম্পা তার বাবা-মাকে ফোন করে তার বাসায় যেতে বলেন। তবে বাবা-মায়ের বদলে খালা নাজমা আক্তার তাকে আনতে যান।[the_ad_placement id=”after-image”]

বাবার বাড়িতে ফিরে যাওয়ার পথে কুড়িল চৌরাস্তা এলাকায় পেছন থেকে টুম্পার পিঠে ছুরিকাঘাত করেন রবিন। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, অভিযুক্ত রবিনকে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সুত্র: পাঠক.নিউজ

আরো সংবাদ