বিশ্ব শিক্ষক দিবস-২০১৯......শিক্ষাগুরু সম্মানা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-০৯ ০৭:৩৯:৩২

বিশ্ব শিক্ষক দিবস-২০১৯……শিক্ষাগুরু সম্মানা

শিক্ষকতা জীবনের বয়স প্রায় ২৩। আল্লাহ’র অশেষ রহমতে ও শিক্ষাগুরুদের আশীর্বাদে অনেক অর্জন,অনেক প্রাপ্তি,অনেক সম্মাননা এ ছোট্ট জীবনে।২০০৮,২০১০,২০১৭ সালে শ্রেষ্ঠ শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ্-২০১৯ এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। [the_ad id=”36489″]

বিদ্যালয়ের প্রাপ্তিও অনন্য। ২০১৬ সালে জেলার শ্রেষ্ঠ ডিজিটাল বিদ্যালয়। ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়। ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ ছাত্র।জাতীয় টেলিভিশন বিতর্ক (চলমান)-২০১৯ এ সারা দেশের ৪৮ টি বিদ্যালয়ের মধ্যে ১ টি(জেলার একমাত্র) বিদ্যালয় হিসেবে ১ম রাউন্ডে চট্টগ্রামের আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ২য় রাউন্ডে উত্তীর্ণ। এত এত অর্জনের মধ্যেও ৫ অক্টোবর’১৯ মার্কি ফাউন্ডেশনের আমন্ত্রনে মঞ্চে গিয়ে দেখি শিক্ষাগুরু সম্মাননা।
শিক্ষাগুরু দেখেছি ২০০৮ সালের ৫ অক্টোবর শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা নিতে গিয়ে ঢাকার বিএসবি ফাউন্ডেশন কনভেনশন হলে প্রধান অতিথি রবীন্দ্র ভারতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাগুরু নারায়নন গোস্বামীকে। ২০১০ সালের ৫ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা নিতে গিয়ে শিক্ষাগুরু অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ’কে। প্রকৃত শিক্ষাগুরু কারা(?) উল্লেখিত জনদের দেখেই বুঝেছি।
আর আমি.…
মার্কি ফাউন্ডেশনের আমন্ত্রণে সম্মাননা প্রাপ্তদের অনুভূতি প্রকাশের পর পর শিক্ষাগুরু সম্মাননা প্রদানের পালা। ঘোষকের ঘোষণা,…এবারে শিক্ষাগুরু সম্মাননা গ্রহন করবেন ………। ঘোষকের ঘোষণার শব্দ নিমেষের আগেই একটা আকুতি ভরা কন্ঠ ” আমার স্যারকে আমি’ই ক্রেস্ট দিব”। সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতি আমার বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন হতে যাদের হাত ধরে এই বিদ্যালয়ের স্বর্নালী যুগে পদচারণা, তাঁদেরই অগ্রজজন সিনিয়র সাংবাদিক জনাব ফজলুল কাদের চৌধূরীকন্যা বিদ্যালয়ের গোল্ডেন গার্লস হাসনা হুরাইন চৌধূরী। সে তার শিক্ষাগুরুকে শিক্ষাগুরু সম্মাননা তার নিজ হাতে তুলে দিতে শিক্ষাগুরুর সামনে দাঁড়িয়ে বলে “স্যার প্লিজ”…………অমনি দু’হাত বাড়িয়ে দিই।
অভূতপূর্ব,অবিস্মরণীয় মূহূর্ত।[the_ad id=”36442”]
জীবনের অন্য সব অর্জন,সব সম্মাননা,সব প্রাপ্তিকে গৌণ করে ৫ অক্টোবর ২০১৯ এর মার্কি ফাউন্ডেশনের এই সম্মাননা ২৩ বছরের শিক্ষকতা জীবনের যতসব অপ্রাপ্তিকে( যদিও কোন অপ্রাপ্তি নেই) ভূলিয়ে দিয়ে প্রকৃত গুরু হওয়ার রেইজে অনে-ক ধাপ এগিয়ে দিয়েছে।
স্নেহের বন্ধনে,ভালবাসার ডোরে মোরে আবদ্ধ করল মার্কি ফাউন্ডেশন তথা কক্সবাজারের তারুণ্যের আইডল ইব্রাহীম খলিল-হাসনা হুরাইন চৌধূরীরা। তোমাদের পথচলা হোক অবিরত,মসৃণ ও সাফল্য মন্ডিত। জয়তু মার্কি ফাউন্ডশন।

কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এম রমজান আলীর টাইম লাইন হতে নেয়া।

আরো সংবাদ