বেগম জিয়া প্যারোলের আবেদন করলে বিবেচনা করবে সরকার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০২-১৫ ০৮:৩৪:২৩

বেগম জিয়া প্যারোলের আবেদন করলে বিবেচনা করবে সরকার

নিউজ ডেস্ক:  বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিন সরকার বাধাগ্রস্ত করছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার তা বিবেচনা করবে।

মন্ত্রী বলেন, পরিবারের সদস্যরা মুক্তি চায়। তবে বিএনপির পক্ষ থেকে এ ধরণের কোনো দাবি উপস্থাপন করা হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তখন বলেছেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা দেয়ার জন্য সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাকে কারাগারের প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

আরো সংবাদ