বোয়ালখালী চকরিয়া-মহেশখালীতে ভোট ১১ এপ্রিল - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০৩-০৫ ১৯:৫৬:০৬

বোয়ালখালী চকরিয়া-মহেশখালীতে ভোট ১১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের বোয়ালখালী ও কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘সবগুলো নির্বাচনেই মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১ এপ্রিল হবে ভোট।’

আগামী ১১ এপ্রিল সন্দ্বীপের ১৩ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ২৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়ন, গাছুয়া ইউনিয়ন, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধারা, হারামিয়া, দীঘাপাড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন, হোয়ানক ইউনিয়ন, মাতারবাড়ি, কুতুবজোম ইউনিয়ন, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তরধুরুং, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ, হোয়াইক্যই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ