ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৮০ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ১১ মে ২০২৪ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-০৯-২৯ ২০:২৮:১৪

ভারতে নিহতের সংখ্যা বেড়ে ৮০

সংবাদ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে যান উদ্ধারকর্মীরা -ইন্ডিয়ান টাইমস

ভারতের উত্তর প্রদেশে বিভিন্ন অংশে অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও অন্যান্য ঘটনায় ৪ দিনে ৮০ জনের মৃত্যু হয়েছে। পরবর্তী দুই দিন রাজ্যটির পূর্বাংশে ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে ওই এলাকার জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। এনডিটিভি।

গত শুক্রবার উত্তর প্রদেশে স্বাভাবিকের চেয়ে ১৭০০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। রাজ্যটির পূর্বাংশেই বেশি বৃষ্টিপাত হয়েছে। পরদিন (শনিবার) রাজ্যের প্রায়াগরাজে ১০২ দশমিক ২ মিলিমিটার ও বারানাসিতে ৮৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সাধারণত বছরের এ সময়টিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় এটি তার চেয়ে অনেক বেশি। শনিবার উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ২৬ জনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতি ও শুক্রবার, দুই দিনে ৪৭ জনের মৃত্যু হয়েছিল। ভারি বৃষ্টিপাতের কারণে শুক্র ও শনিবার লক্ষেèৗ, আমেথি ও অন্যান্য কয়েকটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভাগীয় কমিশনার ও জেলা হাকিমদের দুর্যোগ মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেয়া ও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তাৎক্ষণিকভাবে ত্রাণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্যটির এক কর্মকর্তা। এ দুর্যোগের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরো সংবাদ