ভারত সফরের ক্যাম্পে থাকবেন ভেট্টরি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-০৫ ২০:০৬:১৭

ভারত সফরের ক্যাম্পে থাকবেন ভেট্টরি

ভারত সফরকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ২৫ অক্টোবর। ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।

গত জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে ভেট্টরির নাম ঘোষণা করেছিল বিসিবি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তিই ছিল ১০০ দিনের জন্য কাজ করবেন বাংলাদেশ দলে। নভেম্বরে ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাবেক কিউই স্পিনারের।[the_ad id=”36442″]

শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করলেন, ২৫ অক্টোবর শুরু ক্যাম্প থেকেই থাকবেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ, ‘আমাদের অনুশীলন শুরু হবে ২৫ তারিখ থেকে। তার আগেই সে দেশে আসছে। সে এই সফর থেকে থাকবে।’

ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। দেশের মাটিতে ভারত বরাবরই শক্তিশালী। ভারত সফর দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রবেশ করবে বাংলাদেশ। এই সফর তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আকরাম খান।

‘আপনারা জানেন ভারত সেরা দল। ঘরের মাঠে তারা আরো শক্তিশালী। এটা আমাদের কঠিন সফর হবে এবং তার সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটা মাথায় রেখেই কিন্তু আমরা দুইবার দল পাঠিয়েছি ভারতে। প্রস্তুতি ভালো ছিল। এ ছাড়া জাতীয় লিগ শুরু হচ্ছে ১০ তারিখ থেকে। এটা নিয়ে আমরা পরিকল্পনা করেছি যে ওরা এখানে দুই ফরম্যাটে খেলবে। টি-টোয়েন্টি এবং টেস্ট। ২৫ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে আমাদের। এটা দেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।’[the_ad_placement id=”new”]

আরো সংবাদ