ভারী বর্ষণে ঘর হারালো ১৫ হাজার রোহিঙ্গা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১১ ২১:১০:৫০

ভারী বর্ষণে ঘর হারালো ১৫ হাজার রোহিঙ্গা

কক্সবাজার:  টানা ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বেশ কয়েকটি ক্যাম্পে পাহাড়ধস ও বন্যায় প্রায় ১৫ হাজার রোহিঙ্গা বসতঘর হারিয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইন্টার সেক্টরাল কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) বরাত দিয়ে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় রোহিঙ্গা শিবিরের ১৫ জায়গায় পাহাড়ধস, ৫ জায়গায় বন্যা ও ২৫ জায়গায় ঝড়ো বাতাসের কারণে ৪ হাজার ৫৪৩ পরিবারের ১৪ হাজার ৮০১ জন রোহিঙ্গাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্তদের মধ্য ১২ হাজার রোহিঙ্গাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়াও এসব ঘর হারানো রোহিঙ্গাদের পুনরায় ঘরে ফেরা ও ক্ষতিগ্রস্ত এলাকা নির্ণয়ে প্রায় তিন হাজার প্রশিক্ষিত কর্মী কাজ করছেন। ৩৪টি ক্যাম্পে যেকোন দুর্যোগ মোকাবেলায় এসব কর্মীরা নিয়োজিত আছেন।

আরো সংবাদ