ভুটানকে হারিয়ে কাতারের অপেক্ষায় বাংলাদেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-০৩ ২১:১৪:০৬

ভুটানকে হারিয়ে কাতারের অপেক্ষায় বাংলাদেশ

প্রীতির মোড়কে বন্দী আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সেই একই দৃশ্যপট। এবার অবশ্য গোল উৎসব করা হয়নি। কিন্তু ঠিকই জয় তুলে নিয়েছে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দলের হয়ে দুটি গোলই করেছেন ইয়াসিন খান।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানের (১৮৫তম) বিপক্ষে জয়ের তৃপ্তি নিয়েই এবার নতুন মিশনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভুটানকে উড়িয়ে এখন কাতারের অপেক্ষায় বাংলাদেশ। ১০ অক্টোবর ঢাকায় মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে লড়াই। এরপরই কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কঠিন সেই লড়াইয়ের আগে দুই জয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছেন জেমি ডে এর শিষ্যরা।[the_ad id=”36442″]

বৃহস্পতিবার দল নিয়ে বেশ পরীক্ষাও চালালেন কোচ। জেমি ডে পোস্টের নিচে আশরাফুল ইসলাম রানার বদলে নামালেন শহীদুল আলম সোহেলকে। মিডফিল্ডে মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় খেলান রবিউল হাসানকে। ডিফেন্সে বিশ্বনাথ ঘোষের জায়গায় সুশান্ত ত্রিপুরাকে মাঠে নামান।

শুরুতে বল দখলে এগিয়ে না থাকলেও ২২তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রায়হানের থ্রোয়ে মাথা ছুঁইয়ে দেন ইয়াসিন খান। বল চলে যায় ভুটানের জালে। ৩০তম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের হেড একটুর জন্য আশ্রয় নেয়নি প্রতিপক্ষের পোস্টে। অবশ্য ৫৭তম মিনিটেও জীবন নিশানা খুঁজে নেওয়ার সুযোগটা হাতছাড়া করেন।

খেলার ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। গোলদাতা ইয়াসিন খান। এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেও জামাল ভূঁইয়াদের ফুটবল সন্তুষ্ট করতে পারেনি। গোল মিসের মহড়া দিয়ে গেছে দল! যা কীনা কাতার-ভারত ম্যাচের আগে নিশ্চিত করেই দুঃসংবাদ!

আরো সংবাদ