মস‌জি‌দের দানবা‌ক্স খুলে মিললো দেড় কোটি টাকা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০২-১৫ ২০:১১:৫৮

মস‌জি‌দের দানবা‌ক্স খুলে মিললো দেড় কোটি টাকা

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জ জেলা সদ‌রে অব‌স্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল নগদ ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়াও পাওয়া গে‌ছে, বেশ কিছু বি‌দে‌শি মুদ্রা ও স্বর্ণালংকার। ৩ মাস ২০ দিন পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকা‌লে প্রশাস‌নের কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে  মসজিদের ৮টি বড় লোহার দানবাক্স খোলা হয়।  

সিন্দুকগু‌লো খুলে টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। বিকেল ৪টায় গণনা শেষে দানের এ টাকার হিসাব পাওয়া যায়।[the_ad_placement id=”new”]

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ও পাগলা মসজিদ কমিটির সম্পাদক পৌর মেয়র মাহমুদ পারভেজের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, মাহামুদুল হাসান, উবায়দুর রহমান সাহেল, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া ও রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তারা টাকা গণনার কাজ তদারকি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, দেশি নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার।[the_ad id=”36489″]

এর আগে গত ২৬ অক্টোবর পাগলা মসজিদের টাকা গণনা করে পাওয়া গিয়েছিল ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা। এবার কিছু টাকা কম পাওয়া গে‌ছে।

জানা যায়, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান। এখানে ইবাদত বন্দেগি করলে বেশি সওয়াব পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। রোগ-শোক বা বিপদে মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়। এসব বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান খয়রাত করে মানুষ। তিন মাস পর পর খোলা হয় মসজিদের দানবাক্স। প্রতিবারই টাকার পরিমাণ ছাড়িয়ে যায় কোটি টাকা। নানা শ্রেণিপেশা আর ধর্মের লোকজন এখানে আসেন মানত আদায় করতে।[the_ad id=”36442″]

দানবাক্স ছাড়াও প্রতিদিন নানা শ্রেণিপেশা আর ধর্মের মানুষ মানত আদায় করতে ছুটে আসেন পাগলা মসজিদে। নগদ টাকা ছাড়াও তারা নিয়ে আসেন চাল-ডাল-গবাদি পশুসহ বিভিন্ন সামগ্রী। দিন শেষে এসব পণ্য নিলামে বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখা হয়।

দানকৃত টাকায় পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে অবশিষ্ট টাকা জমা রাখা হয় ব্যাংকে। দানের টাকা থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেয়া হয়।

আরো সংবাদ