মহেশখালীতে আত্মসমর্পণকারীদের পরিবারকে মানবিক সহায়তা দিলেন এসপি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-০২ ১৬:২৬:০৫

মহেশখালীতে আত্মসমর্পণকারীদের পরিবারকে মানবিক সহায়তা দিলেন এসপি

কাইছার হামিদ:  মহেশখালীতে পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেনের সৌজন্যে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী ৯৬ জন জলদস্যু ও অস্ত্রেরকারীগরদের পরিবারের মাঝে মানবিক সহায়তা দিয়েছে থানা পুলিশ। ২ এপ্রিল  বিকালে উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কক্সবাজার পুলিশ সুপারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন মহেশখালী সার্কেলের  সহকারী পুলিশ সুপার  রতন কুমার দাশ গুপ্ত, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, ওসি তদন্ত বাবুল আজাদ,  হোয়ানক ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল, সাংবাদিক  আকরাম হোসেন, ও আত্মসমর্পণকারীরা পরিবারের সদস্যরা। উল্লেখ্য গত ২৩ নভেম্বর ২০১৯ সালে কালারমারছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ৯৬ জন দস্যু অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হাতে আত্মসমর্পণ করে।

আরো সংবাদ