মহেশখালীতে জমে উঠেছে রাখাইনদের জলকেলি উৎসব - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-১৮ ১৮:০০:৫৫

মহেশখালীতে জমে উঠেছে রাখাইনদের জলকেলি উৎসব

তারেক আজিজ- মহেশখালী: কক্সবাজারের মহেশখালীতে জমে উঠেছে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রাইং পোয়ে। ১৮ এপ্রিল উৎসবের দ্বিতীয় দিনে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা ছিল রাখাইন পল্লীর তরুণ-তরুণীরা। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের বর্ণিল আবহে শরিক হয়েছে স্থানীয়রাও। জল ছিটানোর প্যান্ডেল গুলো ঘুুরে দেখা যায়, মহেশখালী পৌরসভার ডিজিটাল আইলেন্ড মাঠে বড় রাখাইন পাড়ায় দুপুর ২ টা থেকে বাদ্য বাজনার তালে তালে দলবেঁধে ছুটে যায় রাখাইন তরুণরা। আর প্যান্ডেল গুলোতে আগে থেকে অপেক্ষামান তরুণীরা এক অপরকে পানি ছিটিয়ে পুরোনো বছরের হতাশা দূর করে নব আলোকে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে। জলকেলিতে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ধর্মালম্বীদের পাশাপাশি জড়ো হয় মহেশখালীর বিভিন্ন স্থান থেকে আগত লোকজন ও পর্যটকরা। সব ধর্মের মানুষের পদচারণায় প্যান্ডেলগুলোতে সম্প্রীতির বন্ধন দেখা যায়। জলকেলির প্যান্ডেলগুলো রঙিন ফুল আর নানা কারুকার্যে বর্ণিলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রাখাইন এলাকার প্রতিটি বাড়ি সেজেছে নবরূপে। তারা ১৩৮০ কে বিদায় জানিয়ে ১৩৮১ কে বরণ করা জন্য রাখাইন সম্প্রদায় নতুন বর্ষ পালন করার উদ্দেশ্যে এই উৎসব পালন করছে।

আরো সংবাদ