মহেশখালীতে পুলিশ সুপার মাসুদ হোসেন...... - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৬ ১৩:১৪:৪৭

মহেশখালীতে পুলিশ সুপার মাসুদ হোসেন……

পুলিশের কেউ মাদকের সাথে জড়ালে সাদা পোশাকে বাড়ি পাঠানো হবে # 
* জসিম সিদ্দিকী, কক্সবাজার* পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করতে হবে। সবাই সহযোগিতা করলে চলমান মাদকের আগ্রাসন কমাতে অবদান রাখতে পারবে পুলিশ। মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। একই সাথে পুলিশের কোনো সদস্য মাদকের সাথে জড়িত বা মাদক ব্যবসায়ীদের সম্পর্ক রাখলে তাকে সোজা সাদা পোশাকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। ১৬ সেপ্টেম্বর মহেশখালীতে চৌকিদার প্যারেড ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা সংখ্যা কম। আর পুলিশের ১০টা হাতও নেই। তাই সব অপরাধীকে এক সাথে ধরা পুলিশের পক্ষে সম্ভব না। তবে অপরাধীদের ধরা হচ্ছে। পর্যায়ক্রমে সব অপরাধীকে ধরবোই। পুলিশের এই অপরাধী ধরায় সর্বাত্মকভাবে সহযোগিতা করছে গ্রাম পুলিশরা। তারা রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে আসামী ধরতে পুলিশকে সহযোগিতা করে। এভাবে তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপকভাবে ভূমিকা রেখে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, গ্রাম পুলিশেরা অল্প বেতনে খেয়ে-না খেয়ে নিরলসভাবে দেশের আইন-শঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এই অবদান মূল্যায়ন করে প্রধানমন্ত্রী এবার তাদের জীবনমানের উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তাদের বেতন-ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন হবে। এটি বাস্তবায়ন হলে গ্রাম পুলিশদের আর কোনো অর্থনৈতিক কষ্ট থাকবে না। এসময় প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশদের জন্য পাঁচটি করে সাইকেল বরাদ্দ দেয়ার ঘোষণা দেন আশেক উল্লাহ রফিক। অনুষ্ঠানে শ্রেষ্ঠ চৌকিদারদের মাঝে ক্রেস্ট ও অর্থ বিতরণ করা হয়। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে মহেশখালী থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সম্পন্ন করতে মহেশখালী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদের নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

আরো সংবাদ