মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-১৩ ১০:৩০:০৭

মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

মো. কাইছার হামিদ, মহেশখালীঃ মহেশখালীতে প্রায় পাঁচ কোটি টাকার ব্যয়ে চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি উক্ত ভনের ছাঁদ দিয়ে চুষে চুষে পড়ছে বৃষ্টির পানি পড়ার পাশা-পাশি ছাঁদটি ধ্বসে পড়া আশঙ্খা করছেন শিক্ষকেরা। এছাড়া ছাঁদ থেকে খসে পড়ছে বিভিন্ন অংশ। অদক্ষ, অযোগ্য রাজমেস্ত্রী ও অব্যবস্থাপনার কারণে উক্ত ভবনের এ অবস্থা সৃষ্টি হচ্ছে। সরেজমিনে অনুসন্ধান করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬২টি নতুন স্কুল কাম দূর্যোগ অাশ্রয় কেন্দ্র ভবন এবং সংযোগ সড়ক নির্মাণ কাজের আওতাধীন মহেশখালী চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ব্যয় বরাদ্ধ ধরা হয়েছে আনুমানিক- ৪কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৭শত ২৯টাকা। মেসার্স ওয়াহিদ কন্সট্রাকশন নামের একটিধারী প্রতিষ্ঠান উক্ত কাজটি পেয়ে এ ভবন নির্মাণ কাজ শুরু করে। কিন্তু সিলেটের বালির সাথে স্থানীয় বালি ও সিলেটের পাথরের সাথে পার্বত্য বান্দরবন জেলার পাহাড়ি পাথর সংমিশ্রণ করে উক্ত ভবন নির্মাণ কাজে ব্যবহার করছে।[the_ad id=”36442″]

এছাড়া ঢালায় কাজে ভাইব্রেশন মেশিন ব্যবহার করার নিয়ম থাকলেও লোক দেখানো মতে করেছে মাত্র। বেশির ভাগ ঢালায় করে থাকেন রাতের আঁধারে। অপর দিকে মরিচা ধরা লৌহায় সিরিজ মারার কথা থাকলেও তা না করে কাজ করে যাচ্ছে। যার ফলে উক্ত ভবন নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে শুরু থেকেই। এ অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের জানান, অদক্ষ, অযোগ্য স্থানীয় একজন পাইপ মেস্ত্রী উক্ত কাজের সাব ঠিকাধারী নিয়ে এ কাজ করায় ছাঁদ দিয়ে চুষে চুষে পানি ঝরছে। তিনি এ বিষয়টি বহুবার সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠানকে বললেও তা শোনে ও না শোনার ভান করে এ কাজ চালিয়ে যাচ্ছে। অপর দিকে উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতা ফেরদৌস চৌং’র পুত্র পরিচালনা কমিটির সভাপতি সভাপতি আব্দুর রহিম কাউছার জানান- ঢালায় কাজে উপজেলা প্রকৌশলীর একজন প্রতিনিধির উপস্থিতিতে কংক্রিট, বালি ও সিমেন্ট মিশ্রার করে যেভাবে করার কথা; কিন্তু উপজেলা প্রকৌশলী অফিসের প্রতিনিধি ছাড়া উক্ত ঢালায় কাজ করে যাচ্ছে যেন-তেন ভাবে। যার ফলে ভবন নির্মাণ কাজে বিভিন্ন অনিয়ম হলে তা নিয়মে পরিনত হচ্ছে। স্থানীয় এমইউপি লিয়াকত আলী জানান- উক্ত ভবনের ছাঁদ ঢালায় কাজ শেষ হতে না হতে ছাঁদ দিয়ে চুষে চুষে পানি পড়ায় তা টেকশই নিয়ে এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এব্যাপারে মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার কে ফোন করলে ফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ