মহেশখালীতে সরকারী সীলসহ দলিল লিখক আটক - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৩-১২ ১৮:২০:২৬

মহেশখালীতে সরকারী সীলসহ দলিল লিখক আটক

তারেক আজিজ মহেশখালী:  মহেশখালী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখকদের ব্যক্তিগত অফিসে মোবাইল কোর্ট চালিয়ে ৩ অফিস সীলগালা করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ টি সরকারী সীল জব্দ ও এক দলিল লেখককে আটক করেছে নিবার্হী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।  অভিযানের উপস্থিতি টের পেয়ে অন্য দলিল লিখকরা  পালিয়ে গেলে তা নির্বাহী ম্যাজিস্ট্রর এর দৃষ্টিগোচর হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্ররের উপস্থিতিতে তিন দলিল লিখকের অফিস সীলগালা করে দেন। আটককৃত দলিল লিখক হচ্ছে যাদব বিকাশ শর্মা তার সনদ নম্বর ১০১/২০১০ ইং। তার কাছ থেকে জব্ধ করা হয় কক্সবাজার জেলা প্রশাসকের একটি সীল ও মেডিকেল অফিসারের একটি সীল। আটকের পর তাকে নির্বাহী ম্যাজিস্ট্রর সুইচিং মং মারমা ১০ দিনের সাজা প্রদান করে।  সম্প্রতি কক্সবাজার এলও অফিস’কে টার্গেট করে জাল দলিল,জাল দাখিলা, ভুয়া ওয়ারিশ সনদ, ভুয়া জমির ওয়ারিশ দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে বিষয় নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে। তারই সূত্র ধরে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আরো সংবাদ