মহেশখালীর সিপিপি প্রকল্পের এক চায়নার মৃত্যু! - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-০৪-০৬ ০৯:৪৩:৫৮

মহেশখালীর সিপিপি প্রকল্পের এক চায়নার মৃত্যু!

কাইছার হামিদ, মহেশখালীঃ বিশ্বসহ সারাদেশে এখন আতঙ্ক আর আতঙ্কে বিরাজ করছে। করোনা প্রাদুর্ভাব থেকে সুরক্ষা পেতে সরকারীভাবে করা হয়েছে সারাদেশে লকডাউন। এতে সারাদেশের ন্যায় মহেশখালীর জনসাধারণের মাঝেও কোভিড-১৯ সংক্রমণের ভয় দেখাদিচ্ছে ব্যাপকহারে। অনেকের মন মোমবাতির মতো নিমিষে গলে যাচ্ছে। ৫ প্রপিল সন্ধ্যায় মহেশখালী সিপিপি বাংলাদেশ প্রকল্পের এক চায়নার আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, মৃত চেইং কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া সোনারপাড়া চলমান সিপিপি বাংলাদেশ প্রকল্পে কর্মরত এক চায়না কর্মকর্তা ছিলেন। ওই কর্মকর্তা প্রকল্পে অসুস্থ হয়ে পড়লে গত কয়েকদিন পূর্বে তাকে চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যু ফুসফুসে ক্যান্সারজনিত কারণে হয়েছে বলে জানা যায়। পরীক্ষার রিপোর্টেও করোনা ভাইরাস নেগেটিভ।  এদিকে ভিনদেশিরা এদেশের আইন-কানুন তোয়াক্কা না করে, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাজারে, রাস্তাঘাটে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে!

স্থানীয় সুশীল সমাজের মন্তব্য এই মহামারি ভাইরাস মহেশখালীতে তাদের কারণে ছড়াবে। আবু হানিফ সোহানসহ অনেকেই সোশ্যাল মিডিয়া এফবি স্ট্যাটার্সে অতিসত্বর প্রকল্পগুলি লকডাউন করে, ওখানে নিয়োজিত সকলকে পরীক্ষা করার দাবী তুলেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম জানান, সিপিপি বাংলাদেশ প্রকল্পে কর্মরত বিদেশির মৃত্যু খবর সত্য। তবে রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ রয়েছে। তার মৃত্যু ক্যান্সারজনিত কারণে হয়েছে। তারপরও তিনি মহেশখালীবাসীকে সতর্ক, জনসমাগম, ঘরে থাকতে এবং অপ্রয়োজনে ঘরের বাইর না হতে নির্দেশ দেন।

আরো সংবাদ