মহেশখালীর ২টি মহিষ চুরি করল পেকুয়ার চোর সিন্ডিকেট - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১২-১৫ ০৯:০৩:৫৪

মহেশখালীর ২টি মহিষ চুরি করল পেকুয়ার চোর সিন্ডিকেট

মোঃ কাইছার হামিদ, মহেশখালীঃ পেকুয়া উপজেলার করিয়ারদ্বিয়া মৌজার কেরানি ঘোনা থেকে এক লাখ পঁঞ্চাশ হাজার টাকার মূল্যের ২টি মহিষ চুরি করে অন্যত্রে বিক্রয় করেদিয়েছে ৪ জন চোর সিন্ডিকেটের সদস্যরা। এ চুরির সাথে জড়িত থাকা পেকুয়া থানাধীন মেহেরনামা ইউনিয়নের ৮নং ওয়ার্ড(বলির পাড়া) এর জামাল হোছাইনের পুত্র মোর্শেদ, একই এলাকার জামাল হোছাইনের স্ত্রী আনোয়ারা বেগম, একই উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদ্বিয়া সাহাব উদ্দিনের পুত্র বেলাল উদ্দিন ও একই উপজেলার মেহেরনামা ইউনিয়নের বাজার পাড়া(৯নং ওয়ার্ড) মোহাম্মদ হোছাইনের পুত্র মোঃ দিদারুল ইসলাম। ৯নং ওয়ার্ডের এমইউপি আবু ছালেকের নির্দেশে চৌকিদার চুর সিন্ডিকেটের মোর্শেদকে নিয়ে আসলে মোর্শেদ মহিষগুলি চুরি করেছে এবং চুরিকৃত মহিষগুলি দেড় লক্ষ টাকা দিয়ে বিক্রয় করিয়াছে মর্মে তা সত্যতা স্বীকার করেছে। পরে চুর সিন্ডিকেটের স্বাক্ষরিত ৩শত টাকার নন-জুড়িসিয়াল ষ্ট্যাম্প বিগত ১০ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় এমইউপি আবু ছালেকের নিকট বিচার মানার শর্তে জমা দিয়েছেন। ওই চুর সিন্ডিকেটরা আজ কাল করে কালক্ষেপণ করে এড়িয়ে যাচ্ছে। জানা যায়, মহেশখালি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দাদের মহিষের চারণ ভূমি হচ্ছে পেকুয়া উপজেলার করিয়ারদ্বিয়া।[the_ad id=”36442″]

প্রতিদিনের মতো মালিকরা তাদের মহিষগুলি ঐপ্যারাবনের ছেড়ে দেন। কিন্তু ওই চোর সিন্ডিকেটেরা মোর্শদের নেতৃত্বে একটি চোরাই সিন্ডিকেট গঠন করে প্রায় দেড় মাস পূর্বে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মোঃ কালু মাঝির ২টি মহিষ চুরি করে নিয়ে যায়। অনুসন্ধানে জানা যায়, চুরিকৃত মহিষ ২টি পেকুয়া উপজেলার বাইম্যাখালীর ব্যবসায়ি মৌং আব্দু শুক্কুরকে নগদ দেড় লক্ষ টাকায় বিক্রয় করেছেন। কিন্তু ওই চোর সিন্ডিকেট বিচারে না এসে উক্ত চুরির ঘটনা ধামা-চাপা দিতে বিভিন্ন স্থানে প্রভাবশালি ব্যক্তির কাছে তদবির চালিয়ে যাচ্ছে বলে শোনা গেছে। মেহেরনামার অনেকে জানান, চোর সিন্ডিকেটের প্রধান মোর্শেদ এ সিন্ডিকেট গঠন করে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপজেলা থেকে গরু, মহিষ চুরি করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা একটি সক্রিয় চোর সিন্ডিকেট। এমইউপি আবু ছালেক থেকে জানতে চাইলে, তিনি বলেন- অভিযুক্তরা পেশাদার চোর। উক্ত চোররা বেশ কিছুদিন ধরে পেকুয়াসহ বিভিন্ন এলাকায় মিলে একটি চোর সিন্ডিকেটের সাথে আতাত করে মহিষ চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে।[the_ad id=”36489″]

পার্শ্ববর্তী উপজেলা থেকে চুরি হওয়া মহিষ ২টি অভিযুক্ত চোর সিন্ডিকেট চুরি করে আনে বিক্রয় করেছে তা স্বীকার করে বিচার মানবে বলে স্বাক্ষরিত স্ট্যাম্প জমা দেয়। অপর দিকে চুরিকৃত মহিষের শান্তশিষ্ট, চাষী মালিক মাথায় হাত দিয়ে পথে বসেছে। তিনি অারো জানান- বিষয়টি পেকুয়া থানায় অবগত করা হয়েছে। এব্যাপারে পেকুয়া থানা ওসি জানান, চুরি সংক্রান্ত বিষয়ে চোর সিন্ডিকেটের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ তদন্তসহকারে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ