মাজার সংক্রান্ত কিছু কথা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০১-২০ ০৭:১৭:০৪

মাজার সংক্রান্ত কিছু কথা

*মাজারে সিজদা করা হারাম,মাজার জিয়ারত জায়েজ।

*প্রত্যেকটা মাজারের পাশে একটা করে এতিমখানা বানানো উচিত, এবং মানুষ টাকা দান করলে টাকাগুলো মাজার সংলগ্ন এতিমখানার উদ্দেশ্যে দেয়া উচিত। কারণ আল্লাহর অলিদের টাকার দরকার নেই।

*ইসলাম এদেশে এনেছে আউলিয়ারা। তাঁদের মাজার জিয়ারত করা এবং তাঁদেরকে উছিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া নিঃসন্দেহে জায়েজ।

* ভন্ড মাজারগুলো উৎখাত করা ফরজ হয়ে গিয়েছে। কারণ ভন্ডদের কারণে সত্যিকার আউলিয়াদের মানুষ গালি দিচ্ছে।

*মাজারের আশেপাশে যেসব জায়গায় নেশা দ্রব্য আনাগোনা সেসব নেশাদ্রব্য এবং নেশাগ্রস্থ মানুষের মাজার সংলগ্ন এরিয়া থেকে সরাতে হবে। কারণ তাদের কারণে মানুষ আউলিয়াদের নিয়ে কটুক্তি করার সুযোগ পায়। প্রয়োজনে এদেরকে ক্রসফায়ার দেয়া হোক।

*প্রত্যেক মাজারে পুলিশ দেয়া প্রয়োজন, কাউকে সিজদা করতে দেখলে যাতে পিটিয়ে সরিয়ে দেয়।

*মাজারে নারীদের যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে।

*মাজারে সকল প্রকার অপচয় যেমন অযথা মোমবাতি জালানো ইত্যাদি বন্ধ করতে হবে।

*যে সমস্ত নামধারী,লেবাসধারী অল্প শিক্ষিত মোল্লা আল্লাহর নবী-সাহাবী-অলি-আওলিয়াদের শানে বেয়াদবি করে, তাদেরকে কটাক্ষ করে কথা বলে তাদেরকে সরকারিভাবে ও সামাজিকভাবে বর্জন করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে।

আরো সংবাদ