মাতারবাড়ীতে ইয়াবাসহ আটক যুবককে ছেড়ে দিল জনপ্রতিনিধি! - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৪-০১ ১৭:৩৮:৪৪

মাতারবাড়ীতে ইয়াবাসহ আটক যুবককে ছেড়ে দিল জনপ্রতিনিধি!

কাইছার হামিদ মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জনতার হাতে ইয়াবাসহ আটক যুবককে ছেড়ে দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।এ নিয়ে মাদক বিরোধী সুশীল সমাজের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। ১ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে মাতারবাড়ীর তিতা মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক যুবক কক্সবাজার কন্ঠকে জানিয়েছে, আবু তাহের নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত আবু তাহের একই এলাকার বাদশা খলিফার ছেলে। তাকে আটকের পর স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে প্রায় ১২ মিনিটের একটি লাইভ ভিডিও দেয়া হয়। সেখানে নানাজনে বিভিন্ন মন্তব্য করেছে। উক্ত লাইভে স্থানীয় এম ইউপি, শিক্ষক ও সচেতনমহলকে দেখা গেছে।

অনুসন্ধানে জানাযায়, ইয়াবা সিন্ডিকেট ও কথিত জনপ্রতিনিধির কলাকৌশলে ওই যুবককে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে এনে তাকে ছেড়ে দেয়া হয়। ফলে মাদক সিন্ডিকেটের কাছে হেরে গেল মাদক বিরোধী সুশীল সমাজ।

স্থানীয়রা জানান, সরকারের নির্দেশ মোতাবেক মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলেও কথিত জনপ্রতিনিধিরা মাদকের পক্ষে কাজ করছে বলে অভিযোগ। এতে ধংস হচ্ছে কোমলমতি ছাত্রসহ যুবসমাজ। তাঁরা আরও জানান, সারা দেশ এখন করোনার আতঙ্কে রয়েছে আর বেপারীরা সক্রিয় রয়েছে মাদক নিয়ে। এ ব্যাপারে স্থানীয়রা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।

 

আরো সংবাদ