মাতৃ মৃত্যু হার ও নবজাতকের মৃত্যু হার শূণ্যের কোটায় আনতে হবে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-৩১ ২১:৫১:৫৩

মাতৃ মৃত্যু হার ও নবজাতকের মৃত্যু হার শূণ্যের কোটায় আনতে হবে

মমতাজ উদদীন বাহারী: টেকসই উন্নয়ন লক্ষমাত্রা(এসডিজি)অর্জন করতে হলে  ২০৩০ সালের মধ্যে মাতৃ মৃত্যু হার ও নবজাতকের মৃত্যু হার শূণ্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসূতি মায়েদের সেবা নিশ্চিত করতে হবে। এ সব কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনে কোন রকমের অবহেলা বরদাস্ত করা হবে না।

৩১ আগষ্ট কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক মহিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এমপি সাইমুম সরওয়ার কমল। সভায় জানানো হয়, বর্তমানে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৪৭%। আগামী ১০ বছরের মধ্যে তা ৯৯% এ উন্নীত করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্বস্ব স্বাস্থ্য কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি।তারা প্রতি দুই মাস অন্তর সভা করে প্রসূতি মায়েদের সেবা নিশ্চিত করবেন। সভায় বক্তৃতা করেন এমসিএইচ সার্ভিসেস পরিচালক ও লাইন ডাইরেক্টর ডাঃ মোহাম্মদ শরীফ, সিভিল সার্জন ডাঃ এমএ মতীন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহি উদ্দীন, বিএমএ কক্সবাজার এর সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল, নির্বাহী অফিসার মাহফুজুল হক। এতে অংশগ্রহণ করেন উনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার, ভিজিটরসহ মাঠ কর্মীগণ। কক্সবাজার সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার সোমা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রান্তিক প্রসূতি মায়েদের  প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।

আরো সংবাদ