মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে: আইজিপি - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১২-০৩ ২০:৫৩:৩৬

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে: আইজিপি

 নিউজ ডেস্ক:  জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে পুলিশ ডরমিটরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জঙ্গিবাদ রুখে দেওয়া হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধেও জয়ী হতে হবে।[the_ad id=”36442″]

তিনি আরও বলেন, মামলার সাক্ষ্য দেয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজে প্রতিদিন পরিদর্শক ও উপ-পরিদর্শক পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়। ঢাকায় তাদের থাকার জন্য কোনো আবাসন সুবিধা ছিল না। ১০ তলাবিশিষ্ট এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।[the_ad_placement id=”content”]

ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, এসবিপ্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডিপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. শাহাব উদ্দীন কোরেশীসহ উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ