মালুমঘাট হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০২-১৭ ১৮:০৩:১৩

মালুমঘাট হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

মালুমঘাট হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ ফারুক : কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মটরযান আইন’ এবং চালক, হেলপারদের সচেতন করার লক্ষ্যে পৃথক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে খুটাখালী বাজারে ও দুপুর১২ টার দিকে মালুমঘাট বাজারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস‌আই ন‌ওফেল বিন আলমের সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, যাত্রীদের সাথে হেলপার ও ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা মোঃ মোক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলম, চালক ও হেলপাররা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ