মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশি উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১২ ২১:৩৬:০৯

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশি উদ্ধার

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড।১২ সেপ্টেম্বর দুপুরে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে এফবি সুমাইয়া নামে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারে দ্বীপের বিভিন্ন এলাকার ২২ জন বাসিন্দা ছিল। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোছেল রানা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। দুপুরের দিকে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বিকেলের দিকে তারা সেন্টমার্টিন পৌঁছায়। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

আরো সংবাদ