মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে জেলা পুজা কমিটির নেতৃত্বে অংশগ্রহন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-১০ ১৪:৪০:৩১

মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে জেলা পুজা কমিটির নেতৃত্বে অংশগ্রহন

বলরাম দাশ অনুপম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) ক্ষণগণনার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়। ক্ষণগণনার কর্মসূচির উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে যোগ দিয়েছে সনাতন সম্প্রদায়ের হাজারো নর-নারী। জেলার বিভিন্ন স্থান থেকে আসা সনাতনী নর-নারীরা গণপূর্ত অফিসের সামনে জড়ো হতে থাকে শুক্রবার দুপুর থেকে।[the_ad id=”36442″] বিকাল ৩টায় সেখান থেকে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার নেতৃত্বে বণার্ঢ্য র‌্যালি সহকারে জেলা প্রশাসন আয়োজিত ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা কমিটির সহ-সভাপতি স্বপন পাল, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পান্জু, বিশ্বজিত পাল বিশু, স্বপন দাশ, সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশ, বলরাম দাশ অনুপমসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।[the_ad_placement id=”after-image”] জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃত্বে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর, চকরিয়া, টেকনাফ, রামু উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটি, গোলদিঘীর পাড় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম, শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম, শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম, ইস্কন, তপোবন আশ্রমসহ বিভিন্ন মঠ- মন্দিরের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।

আরো সংবাদ