যথাযোগ্য মর্যাদায় ১৫ আনসার ব্যাটালিয়নের শোক দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৮-১৫ ১৫:২৯:০১

যথাযোগ্য মর্যাদায় ১৫ আনসার ব্যাটালিয়নের শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আনসার ব্যাটালিয়ন পটিয়া, চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত হয়েছেকর্মসূচির মধ্যে রয়েছে শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শনী ১৫ আগষ্ট উপলক্ষে ফজরের নামাজের সময় মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ০৯:৩০ ঘটিকার সময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় সর্বশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন কর্মসূচির সভাপতিত্ব করেন এএসএম আজিম উদ্দিন, অধিনায়ক, ১৫ আনসার ব্যাটালিয়ন পটিয়া, চট্টগ্রাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর, ডা মোঃ নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আরো উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার, মোঃ সাব্বির হোসেনসহ ১৫ আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকান্ডের উপর আলোকপাত করেন। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীরভাবে শোক প্রকাশ করেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সময়ে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রাখছে বলে তিনি মনে করেন এবং উপস্থিত ব্যাটালিয়ন আনসার সদস্যদের আরো দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য সাহ প্রদান করেন  

 

আরো সংবাদ