যশোরে আনসার সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১১-৩০ ০৯:৩৪:০৭

যশোরে আনসার সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা

কক্সবাজার কন্ঠ: যশোরে একটি চায়ের দোকানে প্রকাশ্য দিবালোকে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সদর উপজেলার হাশিমপুরে এ ঘটনা ঘটে।নিহত আনসার সদস্যের নাম হোসেন আলী তরফদার (৫৫)। তিনি ওই গ্রামের তরফদারপাড়ার আরশাদ আলী তরফদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে হোসেন আলী তরফদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন।  [the_ad id=”36442″]ওইসময় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।  একটি গুলি তার মাথায়, আরেকটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে যশোরের পুলিশ সুপার মঈনুল হকের নেতৃত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।নিহতের বোন শরীফা বেগম ও মেয়ে জুলি জানান, আনসার বাহিনীর সদস্য হোসেন আলী তরফদার ঢাকার মিরপুরে কর্মরত ছিলেন। তিন দিন আগে ছুটিতে তিনি বাড়ি এসেছেন। আজ যশোর সদরের ভেকুটিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তারা শুনতে পান হোসেন আলী হাশিমপুরে বাজারে গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয়রা জানান, হোসেন আলী তরফদার একসময় নিষিদ্ধঘোষিত চরমপন্থি দলের সদস্য ছিলেন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। এরপর সরকার তাকে আনসার বাহিনীতে চাকরি দেয়।পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আনসার বাহিনীর বিশেষ সদস্য হোসেন আলী তরফদারের খুনিরা বাজারের আশেপাশেই ছিল। তিনি আসার পর হত্যা করে স্থানীয় লোকজনের মধ্যে মিশে পালিয়ে যায়।তিনি বলেন, পূর্ব শত্রুতার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে, হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাক না কেন পুলিশ তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে। সূত্র-আরটিভি

আরো সংবাদ