রামুতে ডেঙ্গু মশা সৃষ্টির আশঙ্কা ! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-০৩ ১৬:১৫:৪৯

রামুতে ডেঙ্গু মশা সৃষ্টির আশঙ্কা ! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু: রামুর ইউএনও প্রণয় চাকমা যোগদানের পর পরই বিভিন্ন অবৈধ স্থাপনা উৎচ্ছেদ ও পাহাড় কাটা,
ড্রেজার মিশিন দিয়ে বালি উত্তোলন,বাল্য বিবাহ বন্ধ
সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে।
রামু চৌমুহনী স্টেশনের উভয় পাশের ঝুপড়ি দোকান উৎচ্ছেদ অভিযানের পর থেকে রামু চৌমুহনী কে নতুন ভাবে সাজাতে চেষ্টা করলেও এখন পর্যন্ত চৌমুহনীর উভয় পাশ কর্দমাক্ত হওয়ার কারণে রামুর ব্যবসায়ী মহল ও সচেতন জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।ব্যবসায়ী মহল ও জনসাধারণ জানান রামু চৌমুহনী কালীবাড়িস্থ উচুঁ স্থানের মাটি খননের কারণে চৌমুহনীর ড্রেন অকেজো হয়ে পড়ায় ড্রেনে জমা থাকা কাদাযুক্ত পানি রাস্তার উপর ছড়িয়ে স্কুলের ছাত্রছাত্রী,পথচারী ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে।রামুর সচেতন মহল আরো জানান ড্রেনের কাদাস্তুপ দীর্ঘদিন ধরে পরিস্কার না করায় ডেঙ্গু মশা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।এক ব্যবসায়ী জানান কিছুদিন আগে এক মহিলা পথচারী ড্রেনের পানিতে পড়ে গিয়ে কর্দমাক্ত হয়ে যায় এবং ড্রেনের কাদা পানির কারণে জনসাধারণের চলাচল ও সড়ক দূর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।রামু চৌমুহনীর উচুঁ স্থান নিচু হওয়ায় ড্রেনের কাদার পানির কারণে জলাবদ্ধতা
সৃষ্টি সহ পরিবেশ দূষিত হচ্ছে।একাধিক পথচারী জানান আগে চৌমুহনীতে কোন না কোন ভাবে চলাচলের ব্যবস্থা থাকলেও বর্তমানে ঐ স্থান নিচু হওয়ায় যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে চলাচলের বিঘ্ন ঘটছে।পথচারীরা আরো জানান গাড়ি পার্কিং এর
সুনির্দিষ্ট স্থান না থাকায় প্রতি মুহুর্তে যানজটের সৃষ্টি হয়।এক পথচারী মহিলা জানান পুরুষেরা গা ঘেঁষে চলাচল করতে পারলেও মহিলারা অগোছালো গাড়ি থাকায় চলাচল করতে দুর্ভোগের শিকার হয়।রামুর
সর্বমহল জানান রামুতে সেনানিবাস,বিজিবি ক্যাম্প,
বোটানিক্যাল গার্ডেন,নারকেল বাগান,রাবার বাগান,বিভিন্ন দৃষ্টি নন্দন বৌদ্ধ মন্দির সহ বিভিন্ন পর্যটন স্থান দেখার জন্য বিদেশ থেকে পর্যটক আসলেও রামুর জনবহুল প্রাণকেন্দ্রে ট্রাপিক পুলিশ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।রামুর এই সমস্যা গুলির বিষয়ে ভুক্তভোগীরা দৃষ্টি আকর্ষণ করেন জনপ্রতিনিধি ও প্রসাশন সহ কর্তৃপক্ষের প্রতি।[the_ad_placement id=”after-image”]
এই বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার কাছে জানতে চাইলে তিনি জানান এই সৃষ্ট সমস্যার সুষ্ঠু সমাধানের পরিকল্পনা করে জনপ্রতিনিধি কে সাথে নিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের চেষ্টা করবো।
রামু চৌমুহনীতে ড্রেনের কাদা পানির কারণে ডেঙ্গু মশা সৃষ্টির আশঙ্কা ! ২ নভেম্বরে দুপুরে এইটি ধারণকারী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক
অন্য দিকে চলাচলে মুহুর্তে যানজটের সৃষ্টি হয়।

আরো সংবাদ