রামুতে নৌকা বাইচের ২য় দিনের খেলা অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-১০-১৭ ১৪:৫১:৩৭

রামুতে নৌকা বাইচের ২য় দিনের খেলা অনুষ্ঠিত

আনিস নাঈমুল হক: রামুতে নৌকা বাইচের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।  এই খেলাকে ঘিরে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি ক্রীড়া প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। কক্সবাজার ও রামুসহ প্রত্যন্ত অঞ্চলে উৎসবের আমেজ শুরু হয়েছে। এই অঞ্চলের ক্রীড়ামোদী মানুষের মনে নৌকা বাইচ গ্রামগঞ্জে এ খেলা উৎসবের আমেজ ফিরে পেয়েছে।[the_ad_placement id=”after-image”]
১৭ অক্টোবর রামু বাঁকখালী নদীতে দুপুর ২টায় রামু বাজারের পূর্ব পয়েন্টের হাইটুপি থেকে চেরাংঘাটা ঘাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতার পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, রামু বাকঁখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা বাইশালী খেলা লাখো মানুষের মিলন মেলা। রামুর নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ২৬টি নৌকা দল অংশ গ্রহণ করে । আগামী ফাইনাল খেলা উপভোগ করার জন্য তিনি সর্বস্থরের ক্রীড়ামোদীদের আহবান জানিয়েছেন। ২৪ অক্টোবর ফাইনাল খেলা শুরু হবে। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রিয় ক্রীড়ামোদী সহ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন চেয়ারম্যান ফরিদুল আলম।

আরো সংবাদ