রামুতে ভূঁয়া দলিলে খতিয়ানের দাগ বাতিলের অপচেষ্টা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০২-১৪ ০৯:৩৪:০৬

রামুতে ভূঁয়া দলিলে খতিয়ানের দাগ বাতিলের অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রামু মেরংলোয়া’র বাসিন্দা মৃত নজির আহমদের পুত্র আশরাফুজ্জামান ভূমি অফিসে প্রভাব খাটিয়ে অপরজনের খতিয়ানভূক্ত জমি দখলে নিতে অপচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহস্যজনক হলেও জমির আসল মালিক জয়নাল আবেদীনকে বিবাদী করে রামু ভূমি অফিসে একটি রিভিউ মামলা দায়ের করেন আশরাফুজ্জামান। যার মামলা নং- ১১২/২০১৯-২০ রামু উপজেলার মৌজা মেরংলোয়া। বিষয়টি নিয়ে রামু সহকারি কমিশনার (ভূমি) ২৮ জানুয়ারী শুনানী করার জন্য উভয় পক্ষকে আহবান করেন। কিন্তু বিবাদী জয়নাল আবেদীনের স্ত্রী অসুস্থ থাকায় ওইদিন শুনানী করা সম্ভব হয়নি।[the_ad id=”36442″]

১০ ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিয়ে শুনানী করার তারিখ ধার্য্য করা হয়। উক্ত দিনে বিবাদীর স্ত্রী অসুস্থতা ও শুনানীর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য পূনরায় সময়ের আবেদন করলে কানুনগো মাহবুবুর আলম বিবাদীকে কড়া ভাষায় কথা বলেন এবং তড়িঘড়ি করে সৃজিত বিএস ১৭৪৯ নং খতিয়ানের আন্দর ৪৪৩ নং দাগ কর্তন করে বাদী আশরাফুজ্জামানের পক্ষে একক রায় দেয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি বিবাদীকে না জানিয়ে ভূমি কর্মকর্তা নিজেই আগ্রহী হয়ে উক্ত জায়গায় গিয়ে সার্ভে করে আসছে। বিবাদী জয়নাল আবেদীন বিষয়টি শুনে রামু ভূমি অফিসে যোগাযোগ করতে গেলে তাকে কানুনগো মাহবুবুর আলম উচ্চ আদালতে যেতে পরার্মশ দেন।[the_ad id=”36489″]
এদিকে উক্ত রিভিউ মামলার বিবাদী জয়নাল আবেদীন জানিয়েছে, ২৬ জানুয়ারি ২০২০ ইংরেজী তারিখ তার বাবা ইন্তেকাল করেন। বাবা’র মৃত্যুর পর হঠাৎ করে প্রতিপক্ষরা একটি মিথ্যা বানোয়াট দলিল সৃজন করে রামু ভূমি অফিসকে বিভ্রান্ত করেছেন। ওই দলিলে তার বাবা’র স্বাক্ষর রয়েছে কিন্তু তার বাবা’র কোনো পড়াশুনা ছিলো না। তিনি টিপসহি দিয়ে সমস্ত কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু ওই কথিত দলিলে জয়নালের বাবা’র ঘষামাজা একটি স্বাক্ষর দেখা যাচ্ছে। যা বানোয়াট ছাড়া আর কিছুই নয়। উল্লেখ্য দলিলটি ছিলো ৩০/০৫/১৯৮১ ইংরেজী তারিখের। তিনি আর বলেন, ৩৭ বছর পরে বাবার মৃত্যুতে আশরাফুজ্জামান গং তড়িঘড়ি করে ওই ভূঁয়া দলিলটি ভূমি অফিসে প্রদর্শন করে সুযোগ নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। [the_ad_placement id=”after-image”]
ভুক্তভোগি জয়নাল আরও বলেন, বাবা’র মুত্যুর পূর্বে সবাইকে জানিয়ে দিয়েছেন যে, তিনি কাউকে কোনো জমি কবলা দেননি। তাহলে এ কবলাটি আসলো কোথায় থেকে! প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় জোর পূর্বক প্রশাসনকে ব্যবহার করে তার পৈত্তিক সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
উল্লেখ্য যে, বাবা’র মৃতে্যুর আগে সমস্ত জমি জায়গা সবার মাঝে ভাগ বন্টন করে দিয়ে গেছেন। অথচ প্রতারকরা বাবা’র মৃত্যুকে কৌশলে নিয়ে ভূয়া দলিল তৈরী করেছেন।
স্থানীয়রা জানান, বিবাদী জয়নালের পৈত্তিক সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ আশরাফুজ্জামান গং। কারন ছৈয়দেরজামান পড়ালেখা জানতো না।[the_ad_placement id=”new”]
এব্যাপারে রামু সহকারি ভূমি কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, বিষয়টি আগামী সোমবারে পুনরায় শুনানী করা হবে। আশা করি বাদী-বিবাদী ন্যায় বিচার পারেন। না হয় বিষয়টি নিয়ে বাদী-বিবাদী উচ্চ আদালতে যেতে পারেন।
এদিকে ২০১৬ সাল থেকে নিয়মিত উক্ত জমির খাজনা দিয়ে আসছেন ভুক্তভোগি জয়নাল। সর্বশেষ বিবাদী জয়নাল বলেন, সব কিছু ঠিক ঠাক থাকার পরও রামু ভূমি অফিস অনৈতিকভাবে খতিয়ানের দাগ বাতিল করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ