কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের পরলোকে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৩ ২০:০৯:২৯

কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের পরলোকে

আনিস নাঈমুল হক রামু থেকে : বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু,রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের পরলোক গমন করেছেন।[the_ad_placement id=”new”] তিনি ৩ অক্টোবর রাত ১২ টা ৫০ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরলোক কালে তাঁহার বয়স হয়েছিল ৯০ বছর। পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাপ্রয়ানে রামু কক্সবাজারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছেে। এ দিকে  তার পরলোকে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া, রামু উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রণয় চাকমাসহ প্রমূখ।

আরো সংবাদ