রামু রাজারকুলের নেজাম উদ্দিনের প্রতিবাদ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০১-১৮ ১৬:৩৭:৩২

রামু রাজারকুলের নেজাম উদ্দিনের প্রতিবাদ

বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকায় ‘রামুতে ভিজিডি, প্রতিবন্ধী- বয়স্ক ভাতা ও ঘর দেয়ার আশ্বাসে লাখ লাখ টাকা হাতিয়ে চৌকিদার উধাও’ শীর্ষক শিরোনাম এবং মানহানিকর নানা শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে। এ সব সংবাদে আমাকে অর্থ আত্মসাৎকারী, প্রতারক হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হয়েছে।
এমনকি আমি পলাতক বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। মূলত আমি একটি দুষ্টচক্রের ষড়যন্ত্রের শিকার। আমি রাজারকুল ইউনিয়নে চৌকিদার হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছি এবং পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকি মাত্র। আমি প্রতারণার আশ্রয় নিয়ে কারও কাছ থেকে টাকা নি নাই বা ভিজিডি, প্রতিবন্ধী-বয়স্ক ভাতা ও ঘর দেয়ার ব্যাপারে আমার কোন এখতিয়ার নাই। আমি ইউনিয়নে আইনশৃংখলা রক্ষাসহ প্রশাসনের বিভিন্ন কাজে সহায়তা করে থাকি। [the_ad id=”36442″]
আমি এলাকার অপরাধী, চোরাকারবারী, মাদক ব্যবসায়ীসহ আসামীদের ধরতে আইনশৃংখলা বাহিনীকে সহায়তা করে থাকি। মূলত রাজারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলমসহ একটি দুষ্টচক্র আমাকে চৌকিদার হতে না দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা মনে করতেছে আমি চৌকিদার হলে সামনের নির্বাচনে তাদের অসুবিধা হবে। সংবাদ প্রচারের আগে এলাকার কিছু পুরুষ-মহিলাকে দিয়ে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমার বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দরখাস্ত দিয়েছে।[the_ad_placement id=”after-image”]

মাননীয় ইউএনও মহোদয়কে আমি খারাপ বুঝানোর জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য এবং অর্থ দিয়ে আমার বিরুদ্ধে এসব সংবাদ প্রচার করেছে এ দুষ্টচক্র। আমি এলাকাতেই রয়েছি এবং এসব মিথ্যা সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

আরো সংবাদ