রেড ক্রিসেন্ট সোসাইটির ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-১১-২৯ ১৪:৪৬:০৯

রেড ক্রিসেন্ট সোসাইটির ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বার্তা পরিবেশক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে ৪দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা, সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল ৯টায় জেলা ইউনিট কার্যালয়ের সভাকক্ষে ইউনিট সেক্রেটারি মোঃ খোরশেদ আলম ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন করেন। জার্মান রেডক্রসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট ইউনিটের ২২ জন যুব সদস্য অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক আকরাম আলী খান রানা, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে- আবদুর রহিম, প্রিয়তোষ শর্মা চন্দন, জাহাঙ্গীর আলম জানু ও ইউনিট কর্মকর্তা আজরুল সাফদার।
সভায় বক্তারা বলেন, এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রতি যুব সদস্য প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পারিবারিক, সামাজিক কিংবা যে কোনো দুর্যোগে একজন স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কলাকৌশল রপ্ত করতে পারবে।

আরো সংবাদ